আমাদের কথা খুঁজে নিন

   

আমার যে যাবার সময় হলো

সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে
দেখতে দেখতে আমার প্রায় দু'মাসের ছুটির শেষপ্রান্তে চলে আসলাম। কিভাবে সময়গুলো চলে গেল টের পেলাম না। এবারের ছুটিতে বেশকিছু জায়গা ঘুরলাম, বেশকিছু নতুন জায়গায় গিয়েছি, এর একটি হলো পাঁচবিবি লোকমা জমিদার বাড়ি যা ভারতের সীমানা ঘেষা, জাপানে গিয়ে আসা করছি এটা নিয়ে বিস্তারিত পোষ্ট দেব। ব্যাগ গুছানোর এই সময়ে মায়ের দিকে, আপনজনদের দিকে আর তাকাতে পাচ্ছি না, বুকের ভেতর গুমরে উঠছে, সত্যি অনেকের কাছে রঙ্গীন আর স্বপ্নময় প্রবাস জীবন হলেও আমার কাছে কখনই প্রিয় হয়ে উঠলো না, হয়ত গ্রামের ছেলে, তাই রঙ্গীন জীবনে অভ্যস্ত হয়ে উঠতে পারি নাই, গ্রামের জৌলুসহীন জীবন, পথ-ঘাট, মানুষজনই হৃদয়কে নাড়া দেয়।

সত্যি বলতে কি কোনভাবেই ফিরতে ইচ্ছা করছে না, কিন্তু পড়াশুনা শেষ করতেই হবে, কোন উপায় নাই, নিজেই নিজের কাছে পাথর হয়ে যাচ্ছি। কারন আমি নরম হলেই বাবা-মা সহ অনেকেই ভেঙ্গে পড়বে, কি যে উভয় সংকটে আছি, শুধুই আমি জানি। এইটা কোন জীবন হলো? অনেকেই হয়ত ভাবছেন, এমন আবেগ নিয়ে জীবন চলে নাকি, হয়ত চলে না, কিন্তু আমি যে এমনই? আমার ভেতরের আমিকেতো আর বদলাতে পারি না, সবারই যে একটা "আমি" থাকে ভেতরে, যে একটা সময়ে আমাদের উপড় আমিত্বকে জাহির করে, এই আমি এখন আমার আমিত্বের কবলে নাজেহাল। যা হোক আগামী মঙ্গলবারে প্রয় মাতৃভূমিকে ছেড়ে যাচ্ছি, আরো আড়াই বছর, যাবার আগে আর নেটে হয়ত বসা হবে কিনা জানি না, সবার কাছে নিরাপদে গন্তব্যে পৌছার জন্য দোয়া কামনা করছি, ভালো থাকবেন সবাই, শুভকামনা। দিনটা সবার ভালো কাটুক।

*ছবি আমার তোলা, সেলফোনে। স্থান-পাঁচবিবি, জয়পুরহাট।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।