আমাদের কথা খুঁজে নিন

   

'বাংলা আমার মায়ের ভাষা'

হতে পারি বদ অথবা ফাজিল কিংবা একটু দুষ্টু প্রকৃতির। আমি নিজেকে জোকার ভাবতেও ভালবাসি। কিন্তু আমি চরম ঠোঁটকাটা। আমি সত্যের জন্য কারো পরোয়া করি না। কারন পাপ বাপকেও ছাড়ে না।

নিশ্চই মিথ্যা বিলুপ্ত হবে। www.facebook.com/RISALATMAX আজকে সকালে ছোট ভাইকে পড়াতে বসেছিলাম। মাত্র ৫ বছর বয়স প্লে তে পড়ে। তো বাংলা বর্নমালা গুলো লিখতে বললাম। তো লেখা শেষ করলে আবার ইংরেজী বর্নগুলো লিখতে বললাম।

কিন্তু আমার ছোট ভাই রেগে গেলো। আমাকে বলল 'তুমি জানো না আজকে ২১ ফেরবুয়ারি আজকে ইংলিশ লিখবো না' আমি তো অবাক! বলে কি এই সব? জিজ্ঞাস করলাম 'তাহসীন তুমি কিভাবে জানো?' কিন্তু ও আমার কথার উত্তর না দিয়া একটা ছোট্ট ছড়া মুখস্ত পড়তে লাগলো 'বাংলা আমার মায়ের ভাষা, বাংলা আমার সুখ। এই ভাষাতে কথা বলি, লাগে যেন সূমধুর' . . . . . আমি বাকরুদ্ধ। না আমার ভাই বিশাল কিছু করে নাই। না শাহাবাগের আন্দোলনে যায় নি, না ও সবার মত সাদা পান্জ্ঞাবী পড়ে শহীদ মিনারে ফুল দিতে যায় নি।

তবে ও না বুঝেও একটা কিছু করেছে যেটা আমার কাছে অনেক কিছু। আমিও তা কোন দিন পারি নি। হয় তো এই যুগের অনেকেই পারে নি। অনেক মানুষকে জীবনে স্যালুট দিয়েছি তবে আজকে আমি আমার ছোট ভাইকে স্যালুট দিলাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.