আমাদের কথা খুঁজে নিন

   

তোমার মাঝে স্বপ্নের শুরু, তোমার মাঝে শেষ/ ভাললাগা ভালবাসা তুমি, আমার বাংলাদেশ........

জসীমউদ্দীন,বালুখালী,রাঙ্গামাটি।

সাকিব, তোমরা আজ যে স্বপ্ন দেখালে সে স্বপ্ন বৃহস্পতিবার পর্যন্ত থাকবে তো! আজ সকালে ঘুম থেকে উঠেই অফিসিয়াল কাজে ছুটতে হয়েছে বান্দরবানে। পাহাড়ের আকাঁবাঁকা পথ দিয়ে গাড়ীতে ছুটে চলছি ঠিকই কিন্তু আমার মনটি পড়ে আছে ষ্টেডিয়ামে। কখনো মনে হচ্ছিল বাংলাদেশ বুঝি ব্যাটিং বির্পযয়ে পড়ল। আবার কখনো ভাবছিলাম বাংলাদেশ বুঝি অনেক রান করে ফেলল।

সন্ধ্যায় যখন চট্টগ্রাম পৌঁছলাম তখন ভাবলাম মোবাইলের ম্যাসেজ অপশন থেকে স্কোরটা জেনে নিই। মনে কষ্ট পাবো ভেবে তা আর করিনি। রাত ১০.৪০ মিনিটে রাঙ্গামাটি ফিরে জানতে পারলাম গতকাল শেওয়াগ বাংলাদেশকে নিয়ে যে দম্ভোক্তি করেছিল তার একটি উপযুক্ত জবাব দিয়েছে সাকিব আল হাসান। যে জবাবটার প্রত্যাশায় ছিল বাংলাদেশের ১৫কোটি মানুষ। ভারতের মত একটি দলকে দুমড়ে মুচড়ে দেয়া চাট্টিখানি কথা নয়।

তবুও মনে ভয় কাল সকালে পারবেতো আর ২টি উইকেটের পতন ঘটাতে? পারবেতো আজকের স্বপ্নটা জিইয়ে রাখতে? এমন কি হতে পারে না .....ভারত ১ম ইনিংস ২১০/১০ আর বাংলাদেশ ৪০০/১০ ও ২য় ইনিংস ভারত ২৩০/১০ আর বাংলাদেশ বিনা উইকেটে ৪১। ফলাফল বাংলাদেশ ১০ উইকেটে জয়ী্। আজকের এই স্বপ্নেরদিনেও মনটা হতাশায় ভরে গেল কারন অনুর্ধ ১৯ ক্রিকেট দল যে ওয়েষ্ট ইন্ডিজের কাছে মাত্র ১ রানে হেরে গেল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.