আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যযুগের ইসলামী বিশ্বে বিজ্ঞানের চর্চা না হলে আধুনিক বিজ্ঞানের অস্তিত্বই থাকত না

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

যারা ইসলামের কথা বললে ১৪০০ বছর পিছিয়ে যাওয়ার ভয় দেখান, তাদের কাছে অনুরোধ গুগুলে গিয়ে Wiki Science লিখে সার্চ দিন। উইকির সাইন্স আর্টিকেলটির History অংশটি গিয়ে দেখবেন বিজ্ঞানের ইতিহাসকে আটটি ভাগে ভাগ করা হয়েছে। 1.1 Pre-philosophical 1.2 Philosophical study of nature 1.3 Philosophical turn to human things 1.4 Medieval science 1.5 Renaissance, and early modern science 1.6 Age of Enlightenment 1.7 19th century 1.8 20th century and beyond মেডিভাল সাইন্সে লেখা আছে গ্রীকরা যে বিজ্ঞানের চর্চা করেছিল তা ইসলামী শাসনের অধীনে আরবী ভাষায় অনুবাদিত হয়, কিছু কিছু ক্ষেত্রে তার উন্নতি সাধন করা হয়। এবং ইসালামী বিশ্বে বিজ্ঞানের যে উন্নতি সাধিত হয় তা পশ্চিম ইউরোপ তা সংগ্রহের উদ্যোগ নেয়। তারপর সূচনা ঘটে রেনেসার। Greek science texts were preserved in Syriac translations done by groups such as Nestorians and Monophysites. Many of these were translated later on into Arabic under Islamic rule, during which many types of classical learning were preserved and in some cases improved upon. [14] In the later medieval period, as science in Byzantium and the Islamic world waned, Western Europeans began collecting ancient texts from the Mediterranean, not only in Latin, but also in Greek, Arabic, and Hebrew. Knowledge of ancient researchers such as Aristotle, Ptolemy, Euclid, http://en.wikipedia.org/wiki/Science#Medieval_science এতে ষ্পষ্ট প্রমানিত হয় যে ইসলামের অধীনে বিজ্ঞানের যে উন্নতি সাধিত হয় তা না হলে কিংবা গ্রীকদের করা বিজ্ঞানের গবেষনাগুলো আরবী ভাষায় অনুদিত না হলে, আধুনিক বিজ্ঞানের অস্তিত্বই থাকত না। অন্যভাবে বলতে গেলে ইসলামী বিশ্বে বিজ্ঞানের যে চর্চা হয়েছিল তা গ্রীক এবং আধুনিক বিজ্ঞানের মধ্যে সেতু বন্ধন হিসাবে কাছ করেছিল। বৈজ্ঞানিক যে পদ্ধতির কথা বলা হয় তার প্রনেতা ইবনে আল-হাসানের(৯৬৫-১০৩৯)। http://en.wikipedia.org/wiki/Scientific_method To be continued

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৩ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.