আমাদের কথা খুঁজে নিন

   

তোমার অনুমতি চাই-------সৈয়দা শাহরিনা রহমান বীথি

সৈয়দা শাহরিনা রহমান বীথি।

কোন একদিন স্বপ্ন ভোরের মিষ্টি আলোতে তোমার দৃষ্টির সীমানা দেখতে যাবো আমি হৃদয়ের রঙধনুতে ঘুরে আসবো পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে দেখবো তোমার মনের ভূমি বলো দেখতে দেবে তো? না দিলেও আমি ডানা মেলবো সোহাগের পায়রা খুঁজবো তোমার ঠিকানা কুরচি ফুলের বাসরে সেদিন তুমি এসো কিংবা না এসো আমি আসবই বিলাসী কবিতা হয়ে তোমার হৃদয়ে মহাকালে সঞ্চিত সবুজের শ্যামল মায়ায় আমি একবার তোমার খুঁজে আসবোই তুমি আমায় কতটা চাও, তা সেদিন হিসাব হবে নীলের সীমানায় জলের মাঝে সেদিন ছবি আঁকবো জোনাক জ্বালাবো ছড়াবো ফুলের সুবাস কৃষ্ণ কদমে রঙের প্রণাম জানাবো; শুধু তোমার স্মরণে আমি তোমার মনের কাব্য জগত ঘুরতে চাই দেখতে চাই তোমার সত্যÑমিথ্যার পৃথিবী তুমি অনুমতি দিলেই আমি হবো তোমার সুন্দরের পূঁজারী হবো এই জনমের শেষ গীতিকাব্য তোমার ছন্দের রাগিনীতে বিনয় প্রদ্বিপ জ্বালিয়ে আমি সঙ্গী হবো তোমার ত্রিকালের তুমি অনুমতি দাও শুধু চাই তোমার অনুমতি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.