আমাদের কথা খুঁজে নিন

   

সবকিছু হাসির বিষয় নয় ১০৯

আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। তারা হাসে।তাদের হাসির জন্যে আমি লিখি 'সবকিছু হাসির বিষয় নয়' তারা হাসে না! তবু আমি লিখব।

(১) শিক্ষকঃরাজু, তোমাকে না বললাম, লাইনের শেষে দাঁড়াতে? রাজুঃ তাই তো গেছিলাম স্যার কিন্তু সেখানে তো একজন আগে থেকেই দাঁড়িয়ে আছে। (২) খোকাঃ মা যিশু কোন পার্টি করতো যে ওকে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে মারলো? মাঃ তা তো জানিনে বাবা, তবে যারা কেক খাচ্ছে তাদের জিজ্ঞেস কর। (৩) মেয়েঃমা কুমারীর মানে কি? মাঃকুমিরের আগের পর্ব। (৪) লেখকঃআমার গল্পটা ভাল লেগেছে? প্রকাশকঃআপনার গল্পের একটা শব্দ খুব ভাল লেগেছে। লেখকঃ কোন শব্দটা? প্রকাশকঃসমাপ্ত। (৫) ছেলেঃ মা, একটা বোরখা কিনে আনলাম, দ্যাখ তো কেমন হয়েছে? মাঃওমা, তুই বেটাছেলে বোরখা কি করবি, প্রেমট্রেম করছিস না তো বাবা? ছেলেঃ আরে না,না, প্রেমট্রেম নয়, ভাবছি এবার বোরখা পরে আরমসে লেডিজ স্পেশালে চড়ে অফিস যাব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।