আমাদের কথা খুঁজে নিন

   

বাঙালীরা আসলেই মুক্ত সফটওয়্যার এর কদর বোঝে না

মন খুলে কথা বলুন....

এই ব্লগে অনেকেই মুক্ত সফটওয়্যার নিয়ে বিশেষ কর উবুন্টুকে আলোচনা করেছেন। ভালো কথা, কিন্তু অনেকেই এর প্রতি কোনো সাড়া দেন না। ঠিক তেমনি আমরাও ফেইসবুকে একটি গ্রুপ খুলেছিলাম নাম হল UBUNTU LINUX FOR EVERYONE। নীচে এর লিংক দেয়া হল...... Click This Link এই লিংক এ ঢুকলে আপনি বুঝতে পারবেন যে আমরা কতটুকু চেষ্টা করেছি আমাদের দেশের মানুষকে উবুন্টুর ব্যাপারে আগ্রহী করার জন্য। কিন্তু আসলেই বাঙালীরা এর মর্ম বোঝে নি।

আমরা সবাইকে add করতে চাইলাম কিন্তু...... ভাগ্যিস...... মনে হয় কেউ কেউ না বুঝে ভুলে join করে ফেলেছেন আর কেউ কেউ আছেন যারা এটি ব্যবহার করতে চান। এই গ্রপে তারা উবুন্টু বিষয়ে যেকোন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। তাছাড়া আমরা উবুন্টু বিষয়ে একটি বড় ধরনের আলোচনা করেছি গ্রুপে। উবুন্টু ইন্সটল থেকে শুরু করে এতে সফটওয়্যার ইন্সটল, কিভাবে দিতে হয় সফটওয়্যার কোথায় পাওয়া যায় এসব বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে। এখানে যদি কেও ফেইসবুক ব্যবহার করে থাকেন আর উবুন্টু নিয়ে ঘাটাঘআটি করতে চান তাইলে উপরের লিংকটাতে চলে গেলেই হবে।

গ্রুপটি সবার জন্য উন্মুক্ত। ধন্যবাদ সবাইকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.