আমাদের কথা খুঁজে নিন

   

বাঙালীরা যে কারণে দেশের আদিবাসী বলে গণ্য হবে না

ভালো লাগে স্বপ্নের মায়াজাল বুনতে বাংলাদেশের ক্ষুদ্র সম্প্রদায় নিজেদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য সরকারের কাছে দাবী জানাচ্ছে। এটা আমরা সবাই জানি। যার ফলে অনেক বাঙালী দ্বিধায় ভুগছেন যে তারা কেন আদিবাসী হতে যাবে???? আদিবাসী তো বাঙালীরা। কারণ বাঙালীরা অনেক আগে থেকে বসবাস করে আসছে। তাদের জন্য এই পোষ্ট।

আ ইউএন আদিবাসীর সংগ্ঞা এভাবেই দিয়েছে:-- “Indigenous communities, peoples and nations are those which, having a historical continuity with pre-invasion and pre-colonial societies that developed on their territories, consider themselves distinct from other sectors of the societies now prevailing on those territories, or parts of them. They form at present non-dominant sectors of society and are determined to preserve, develop and transmit to future generations their ancestral territories, and their ethnic identity, as the basis of their continued existence as peoples, in accordance with their own cultural patterns, social institutions and legal system. “This historical continuity may consist of the continuation, for an extended period reaching into the present of one or more of the following factors: a) Occupation of ancestral lands, or at least of part of them; b) Common ancestry with the original occupants of these lands; c) Culture in general, or in specific manifestations (such as religion, living under a tribal system, membership of an indigenous community, dress, means of livelihood, lifestyle, etc.); d) Language (whether used as the only language, as mother-tongue, as the habitual means of communication at home or in the family, or as the main, preferred, habitual, general or normal language); e) Residence on certain parts of the country, or in certain regions of the world; f) Other relevant factors. “On an individual basis, an indigenous person is one who belongs to these indigenous populations through self-identification as indigenous (group consciousness) and is recognized and accepted by these populations as one of its members (acceptance by the group). “This preserves for these communities the sovereign right and power to decide who belongs to them, without external interference”. সূত্র: UN Doc. E/CN.4/Sub.2/1986/7 and Add. 1-4. The conclusions and recommendations of the study, in Addendum 4, are also available as a United Nations sales publication (U.N. Sales No. E.86.XIV.3). The study was launched in 1972 and was completed in 1986, thus making it the most voluminous study of its kind, based on 37 monographs. Paragraphs 379-382. আদিবাসী মানে শুধু আদি অধিবাসী ন্য়। এর অর্থ অনেক ব্যাপক। কোন দেশের মাইনরিটি অংশ যখন বৃহত্তর শাসক গোষ্ঠীর প্রভাবে নিজেদের সংস্কৃতি হারিয়ে ফেলার অভিপ্রায় হয় তখন তাদের অধিকার এবং সংস্কৃতি রক্ষার জন্য তাদের আদিবাসী সম্বোধন করে দেশটি তাদেরকে শুধু তাদের নিজস্ব জীবন ধারণ পদ্ধতিতে বাস করতে পারার একটি অধিকার সৃষ্টি করে দেয়। ১৯৭১ এ পাকিস্তানিরা যখন বাঙালীদের উপর উর্দু ভাষা ও পাকিস্তানি সংস্কৃতি চাপিয়ে দেয়ার ব্যর্থ প্রয়াস করে তখন বাঙালীরা প্রাণ দিয়ে বাংলা ভাষা ও বাংলাদেশ কে রক্ষা করেছিলো। আর এখন দেশের অপরিহার্য নাগরিক মাইনরিটি রা তাদের ভাষা আর সংস্কৃতিকে রক্ষার জন্য বাঙালীদের দিকে দয়া প্রার্থনা করছে তখন তাদের বাংলাদেশ সরকার সাংবিধানিক ভাবে বাঙালী হয়ে যাওয়ার নির্দেশ দেয়।

বাংলাদেশ একটি মিশ্র জাতির দেশ। কিন্তু হঠাৎ করে সংবিধান সংশোধন করে বাংলাদেশকে এক জাতি তত্ত্বের দেশ ঘোষণা করে দেয়া হলো। আর ক্ষুদ্র জাতি গোষ্ঠী গুলো কে নৃ-তাত্ত্বিক গোষ্ঠি বলে তাদের কে মানুষ পরিচয় দেয়া হলো। তাহলে কি এতোদিন ঐ এলাকায় গরু ছাগলদের বাস ছিলো? সরকার আদিবাসী দের সম্পর্কে বিভিন্ন ভুল তথ্য ছড়িয়ে আরো বেশি ব্যাপারটাকে সাধারণ মানুষের কাছে ভ্রান্তি ছড়াচ্ছে। জাতিসংঘ সম্রতি অধিবেশনে ব্রিফিং দেয় যে, বাংলাদেশের যেসব সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন করেছে বলে অভিযুক্ত তাদের শান্তি মিশনে যেতে দেওয়া হবে না।

আর মাথা ব্যথার ওষুধ হিসেবে মাথা কেটে ফেলার মতো হঠাৎ সরকার কিছু না ভেবে ঘোষণা দিয়ে দিলো বাংলাদেশে কোন আদিবাসী নেই। আর দেশে সরকার প্রচার করতে লাগলো আদিবাসী অর্থ আদি মানে আগে থেকে যারা এ দেশে বাস করছে তারাই আদিবাসী। কিন্তু সরকার মনে হয় ভুলে গেছে বাংলাদেশ এখনো ডিজিটাল হতে না পারলেও বাংলাদেশের বাইরে পুরো পৃথীবি এখন ইন্টারনেট এর বদৌলতে সবার হাতের মুঠোয়। তাই ইকোসাস এর অধিবাশনের পুরো প্রতিবেদন যখন ইন্টারনেটের মাধ্যমে সবার হাতে চলে আসে সবার সামনে সত্য উদঘাটিত হয়। সেজন্য বাংলাদেশের সুশীল সমাজ ঐ প্রান্তিক গোষ্ঠীর পাশে এসে দাড়ায়।

বাংলাদেশে প্রায় ৪৫টি ক্ষুদ্র আদিবাসী সম্প্রদায় আছে। হঠাৎ করে এতোগুলো মানুষ দেশ থেকে নেই হয়ে গেলো। এটা কি কখনো মেনে নেয়ার মতো বিষয়!!!!!!! বা সর্বশেষে বলবো, বাঙালীরা জাতিসংঘের সং্গ্ঙার আওতায় কখনো আদিবাসী স্বীকৃতি পায় না। কারণ বাঙালীরা শাষকগোষ্ঠী। আর উপজাতি বলেন আর আদিবাসী বলেন জাতিসংঘের আওতায় দুটোর অর্থ একই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.