আমাদের কথা খুঁজে নিন

   

আমরা বাঙালীরা আসলেই বেকুব জাতি ?

মুক্ত করো ভয়, সত্য পথে জীবন গড়ো, নিজেরে করো জয় ।

শিরোনাম দেখে আঁতকে উঠবেনা, আমাকে গালাগালি করবেননা কিংবা নানা মন্তব্যের তীর ছুড়বেননা । বেকুব মানে বুদ্ধিহীন-এই অর্থটা তো আমরা অবশ্যই জানি । তাই বলে আমরা বেকুব হতে যাব কেন ? কারণ, আমাদের সত্য মিথ্যে পার্থক্য করার মত বোধ নেই । মাইকের বিকট আওয়াজে জিবন্ত দেব-দেবীরা যখন অনর্গল মিথ্যে কথা বলে তখন আমরা হাততালি দিয়ে বাহ বাহ দেই,একবারও চিন্তা করে দেখিনা তা সত্যি না মিথ্যে । মঞ্চে উঠে যখন যে ভাষন দেয় তখন তার বোধই আমাদের বোধ,তার বুদ্ধিই আমাদের বুদ্ধি । তাদের আহবানে আমরা অকাতরে রক্ত দেই, প্রয়োজনে জীবনটাও দিতে প্রস্তত । তার মানে কোন দিকে ঘাস আছে আর কোন দিকে বিপদ আছে তার বুদ্ধিটা নেই । তো .....ভাই বলেন তো...যার মরণ-বাঁচণের বুদ্ধিটাও নাই তারে কী কয় ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.