আমাদের কথা খুঁজে নিন

   

নিথর (কবিতা)



পত্রিকার পাতা উল্টাচ্ছি হতাশ কিংবা আবেগে উদ্বেলিত হচ্ছি এ কি দৃশ্য হিংস্রতা, রক্তস্রোত..... রক্তস্রোতে ভেসে যাচ্ছে তোমার নগ্ন দেহ অথর্ব পাথর আমি। হেটে যচ্ছি আনমনে শত-সহস্র মানুষ আপন গন্তব্য পানে বিকট শব্দ..... একটু এগিয়েই একি বিস্ফোরিত গাড়ি সারি সারি লাশ আর্তচিৎকার, আতংকিত জনতা কোথায় আমি? শশ্মানে নাকি কবরস্থানে? চিমটি কাটি; বাস্তবে আমি কিন্তু নিথর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।