আমাদের কথা খুঁজে নিন

   

নিথর সময়

রূদ্ধ সম্ভাবনার অসম্ভবে অবিরত কর্ষণে উচ্ছল পংক্তিমালা কান্ত হয়নি কখনও

উচ্চারণ-রূদ্ধ সময়ের পাশে অবরূদ্ধ সম্ভাবনার বৈরী বাতাসে ছেপে যায় তবু সঞ্জীবন ছবি হৃদয়ের ছাপাখানা। উন্মুক্ত হয় অচেনা সান্ত্বনা একটা সবুজ মন হাতড়ে ফেরে সুন্দর। ঝুলে থাকে সময়, নিস্তব্ধ নিথর অর্গলবদ্ধ হয়ে থাকে হৃদয়। অচেনা অনিচ্ছায়, ঝিনুক যেমন মেলে দেয় না কখনও কষ্টের মুক্তো স্বেচ্ছায়। অপছায়া পল্লবিত হয়।

ঘিরে দেয় মুক্তি-সম্ভাবনা কষ্টের হীমে হারিয়ে যায় যত আনন্দ-কণা ; কখনও তবুও প্রশান্ত পরমাত্মীয় উচ্চারণে অনিশ্চিতের রুদ্ধ-আবাস কেঁপে ওঠে। সুর ছড়ায় জীবন সংগীত । লোভের বীজাণু অবিশ্রান্ত শুষে নেয় প্রশান্তির সবুজ বিভীষিকার শব্দ হেঁটে বেড়ায় নির্ভয়। তবু যেন কেউ নিয়ে আসে গতি গতিময় প্রত্যাশা। মাটির হৃদয় যেমন শুষে নেয় বৃষ্টির ব্যথা ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।