আমাদের কথা খুঁজে নিন

   

তোমার জাগার উৎকৃষ্ট সময় এখন

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

আর কত ঘুমাবে ? রাত শেষে দিন, দিন শেষে রাত আর কত ঘুমাবে ? তোমার জাগার উৎকৃষ্ট সময় এখন । দেখতে পাওনা নির্যাতিত জনতার মিছিল? শুনতে পাওনা তাদের আর্তচিৎকার ? আর কত দিন মিছিলের পাশ কেঁটে যাবে ? শুনেও না শুনার ভান করবে আর কত দিন ? রক্তে কি তোমার কখনও আগুন জ্বলে না ? আর কতদিন মার খাবে তুমি ? অপবাদী হবে আর কত ? তুমি কি আর কখনো জাগবে না ? একদিন দেখো তুমিও মুক্তি পাবে না । জাগো উঠো তোমার জাগার উৎকৃষ্ট সময় এখন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.