আমাদের কথা খুঁজে নিন

   

সমতা ফেরাল পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে ৩০০ রান তাড়া করে জিম্বাবুয়ের জয়টা হয়তো কেউই আশা করেনি। অবশ্য শেষপর্যায়ে জিম্বাবুয়ের আকস্মিক ব্যাটিং বিপর্যয়টাও ছিল একই রকম অপ্রত্যাশিত। ৪ উইকেটে ২০০ রান থেকে মাত্র পাঁচ ওভারের মধ্যেই ২০৯ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা। ৯০ রানের বড় জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়েছে পাকিস্তান।
অধিনায়ক ব্রেন্ডন টেলর আর ম্যালকম ওয়ালার উইকেটে থাকা পর্যন্তই লড়াইটা চালাতে পেরেছে জিম্বাবুয়ে।

৩৯তম ওভারে ৭৯ রান করা টেলর বিদায় নেওয়ার পরই শুরু হয়েছে স্বাগতিকদের ব্যাটিং বিপর্যয়। সে সময় দলের সংগ্রহ ছিল ২০০ রান। পরের পাঁচজন ব্যাটসম্যান স্কোরবোর্ডে যোগ করতে পেরেছেন মাত্র ৯ রান। টেলরের পরেই ৪০ রান করে সাজঘরে ফিরেছেন ওয়ালার।
এর আগে প্রথম ১৫ ওভারের মধ্যে মাত্র ৬৫ রানেই ভুসি সিবান্দা, হ্যামিল্টন মাসাকাদজা ও টিমিসেন মারুমাকে হারিয়ে শুরুটা ভালোভাবে করতে পারেনি জিম্বাবুয়ে।

দলের খারাপ অবস্থার মধ্যে অধিনায়কের দায়িত্বটা অবশ্য ভালোভাবেই পালন করেছেন টেলর। চতুর্থ উইকেটে শেন উইলিয়ামসকে সঙ্গে নিয়ে তিনি গড়েন ৭০ রানের জুটি। উইলিয়ামস ৩৭ রান করে ফিরে গেলেও লড়াই চালিয়ে গেছেন টেলর। ডানহাতি এই ব্যাটসম্যান শেষপর্যন্ত উইকেটে থাকতে পারলে জিম্বাবুয়ের হারের ব্যবধানটা যে অনেক কম হতো, সেটা নিশ্চিতভাবেই বলা যায়। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.