আমাদের কথা খুঁজে নিন

   

সমতা ফেরালো মোহামেডান

বিশ্ব ফুটবলে অন্যতম প্রাচীন ক্লাব টুর্নামেন্ট আইএফএ শিল্ডের ফাইনালে লাল-সবুজের প্রতিনিধিত্ব করা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে সমতায় ফিরেছে কলকাতা মোহামেডান।

ফাইনালের এই শ্বাসরুদ্ধকর খেলিায় ২৮ মিনিটে শেখ জামালের পক্ষে গোল করেন শেখ জামালের সনি নর্দে। ফ্রি কিক থেকে দর্শনীয় এক গোল করেন তিনি। গোলরক্ষক লাফিয়েও তার সূক্ষ শটটি ঠেকাতে পারেনি।

পরে প্রথমার্ধের একমিনিট আগে গোল পরিশোধ করে কলকাতা মোহামেডান।

৪৬ মিনিটে মেহরাজ উদ্দিনের গোলে সমতায় ফেরে কলকাতা মোহামেডান। ডি বক্সের ভিতর থেকে তার নেয়া দৃষ্টি নন্দন শটে ভর করে সমতায় ফেলে ১৯৭১ সালের আইএফএ কাপ জয়ীরা। ১-১ গোলের সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

২৩ বছর পর আইএফএ শিল্ডের ফাইনালে উঠেছে কলকাতা মোডামেডান। ১৯৯৫ সালের পর আবারো কোনো বাংলাদেশি দল হিসেবে শিল্ডের ফাইনালে খেলার সুযোগ পায় লাল-সবুজের প্রতিনিধিত্ব করা শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.