আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় ছবি : ফরেস্ট গাম্প : মুম রহমান

গল্পের রাজত্বে বসবাস করছি আপাতত
মুক্তিকাল : ১৯৯৪ দৈর্ঘ : ২ ঘণ্টা ২২ মিনিট রঙ : রঙিন ভাষা : ইংরেজি দেশ : আমেরিকা পরিচালক : রবার্ট জেমিকিস প্রযোজক : উইণ্ডি ফিনারম্যান, স্টিভ স্টারকি, সিভ তিস চিত্রনাট্য : উইনস্টন গ্রুম [উপন্যাস], এরিক রুথ পুরস্কার/ সম্মান : ১৯৯৫ সালের অস্কার পুরস্কারে ফরেস্ট গাম ব্যাপক আলোচিত হয়। এটি মোট তেরটি নমিনেশন পায় এবং ছয়টি পুরস্কার পায়। পুরস্কারগুলো হলো, শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ চিত্রনাট্য রূপায়ন, শ্রেষ্ঠ সম্পাদনা এবং শ্রেষ্ঠ ভিজ্যুয়াল ইফেক্টবিশেষ তথ্য : কাহিনী সংক্ষেপ : বোকাসোকা ফরেস্ট গাম ঘটনাক্রমেই তার জীবন যাপনকে আমেরিকার ইতিহাসের সঙ্গে জড়িয়ে ফেলে। কোন রকম চেষ্টা ছাড়াই সে ফুটবল তারকা হয়ে যায়, জন এফ কেনেডির সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার সুযোগ পায়, ভিয়েতনাম যুদ্ধে দেশের হয়ে যোগ দেয়, লাভজনক চিংড়ি ব্যবসায় জড়িয়ে পরে, বছরের পর বছর ধরে গ্রামান্তর দৌঁড়ে [ক্রসকান্ট্রি রেস] অংশ নেয়। শুধু তাই নয়, ওয়াটার গেট কেলেঙ্কারিও সে উন্মোচন করে।

নিজের সরল ব্যক্তিত্ব ও সাদামাটা জীবনে ফরেস্ট গাম সব সময়ই ছোট্ট বেলার বান্ধবীকে কাছে চেয়েছিলো। কিন্তু নিরীহ, সরল ফরেস্ট গাম আমেরিকার সব বড় বড় ঘটনার সাক্ষী হয়ে ওঠে। তবুও শেষ পর্যন্ত সে সাধারণই হয়ে যায়। ফরেস্ট গাম যেন একজন সাধারণ নাগরিকের চোখে দেখা আমেরিকার ইতিহাসের সংক্ষিপ্ত পাঠ। বিশেষত্ব : পরিচালক রবার্ট জেমিকিনস শুধু আমেরিকানদের জন্য নয়, সারা বিশ্বাবাসীর জন্যেই ভীষণ অনুপ্রেরণা সৃষ্টিকারী চলচ্চিত্র তৈরি করেছেন।

ফরেস্ট গাম এমন এক ছবি যা যে কোন সাধারণ মানুষকে বেঁচে থাকার, বড় হওয়ার এবং সরল-সুন্দর হওয়ার স্বপ্ন দেখায়। জেমিকিনস অত্যন্ত সুচতুরভাবে এ ছবিতে ফরেস্ট গাম চরিত্রের মাধ্যমে মার্কিন ইতিহাসের চিত্রায়ণ করেছে। ১. এ ছবিতে গ্রামান্তর দৌঁড়ের সময় টম হাঙ্কসের অনেকগুলো দৌঁড়ের জায়গায় তার আপন ছোট ভাই জিম দৌঁড়েছিলো। ২. গেরি সিনিস এ ছবিতে লেফট্যানেন্ট ডেন টেইলর চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিতে ফরেস্ট প্রথম যেদিন চিংড়ির নৌকায় কাজ করতে আসে লেফট্যানেন্ট তাকে বলেছিলেন, ফরেস্ট গাম একদিন নভোচারী হবে।

কাকতালীয় হলেও ব্যাপারটা মজার যে, পরের বছরই ‘এপ্যালো ১৩’ ছবিতে টম হাঙ্কস একজন নভোচারীর চরিত্রে অভিনয় করেন এবং সে ছবিতে তার সহঅভিনেতা ছিলেন গেরি সিনিস। ৩. ছবিতে ফরেস্টের যতোগুলো স্থিরচিত্র নেয়া হয় সবখানেই ফরেস্টের চোখ বন্ধ থাকে। ৪. পরিচালক রবার্ট জেমকিসের ছেলে এলেক্স জেমকিস এবং টম হাঙ্কসের মেয়ে এলিজাবেথও এ ছবিতে অভিনয় করে। ৭. ফরেস্ট গাম ছবির সবচেয়ে জনপ্রিয় সংলাপ ‘আমার নাম ফরেস্টা গাম, লোকে আমাকে ফরেস্ট গাম বলে। ’।

এ সংলাপটি মূল চিত্রনাট্যে ছিলো না। অভিনেতা টম হাঙ্কস নিজে থেকে এ সংলাপ সৃষ্টি করেন।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.