আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর সকল বিপ্লবীদের উদ্দেশ্যে নিবেদিত কবিতা



সরসিজ আলীম_এর কবিতা ডাক হা-হওয়া চোখেমুখে ঝিলিক ছুঁড়ে দেয়া মেয়েটির কাঁধে ঝোলানো ব্যাগটি হেঁটে হেঁটে চলে গেলো, আর ব্যাগের কাঁধ ছুঁয়ে পাশাপাশি হেঁটে যাওয়া আলো তুমি, তুমিই সে আলো তুলোপুনটি পাখিটির ডানার দোল খেতে খেতে আলো তুমি ঢুকে গেলে ঝোপের ভেতর ঝুলে থাকা ছোট্ট নিপুণ নীড়ের তুলোর বিছানাতে, আলো তুমি শুয়ে ছিলে ডিমগুলোর পাশাপাশি মা পাখির ওমের ভেতর আলো তুমি ছিলে সজাগ বনবিড়ালের গোঁফটির উল্লম্ফনের উপর ছিলে তুমি মাছরাঙাদের তাক করা চোখের খুব সকালের ভেতর ক্লাস টেনে পড়া মেয়েটির সারারাত বুনে যাওয়া নকশীকাঁথার আর স্বপ্নের নির্ঘুমের ভেতর তুমি ছিলে গো রূপসী আলো আলো তোমাকে আমি বসিয়ে দিলাম সাপেদের মস্তকের মণির উপর, আর মণিরা ঢুকে গেলো সর্বহারাদের খোলড়ের নীড়ে, এখন দখিন হাওয়ায় শোনা যাচ্ছে সশস্ত্র বিপ্লবের ডাক আলো তোমাকে তরীর বাদামে উড়িয়ে দিয়ে ছড়িয়ে পড়ব আমরা এখনই এখনই ১০.০৫.২০০৯, ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.