আমাদের কথা খুঁজে নিন

   

গনতান্ত্রিক গনআন্দোলন বিকাশে ক্রসফায়ার বন্ধ কর

সভ্যাতা মানুষের তৈরি ,মানুষ সংগ্রামের পথ ধরে বেয়ে চলা সৈনিক । তাই মানুষের জয় অনিবার্য

মহাজোট সরকারের তথাকথিত দিনবদলের সনদের ৫ নং ধারায় উল্রেখ আছে তার সরকার ক্ষমতায় গেলে ,২০০৪ সালে ২৬ ই মার্চ গঠিত বিশেষ বাহিনী তথা RAB এর ক্রসফায়ার তারা বন্ধ করবে। প্রথমে RAB গঠনের ইতিহাস নিয়ে কিছূ বলা দরকার । RAB হলো দক্ষিন এশিয়ার সন্ত্রাস দমনের আমেরিকার বিশেষ বাহিনী । আজকে সময়ে আমরা দেখি বিএনপি মহাসচিব `খন্দকার দেলোয়ার হোসেন দাবি করেন তৎকালীন বাকশালের অন্যতম হুমকি সিরাজ সিকদারের রাজনৈতিক হত্যাকান্ডসহ এই পর্যন্ত সকল প্রকার রাজনৈতিক হত্যাকান্ডের তিনি দাবি করেন ।

আহম্মক মহাসচিব খুব ভালভাবেই নিজের স্ববিরোধীতার দাবি তুলছেন । কারন তার সরকারের মাঝামাঝি সময়ে তিনি RAB গঠন করে এই অঞ্চলের গনতান্ত্রিক আন্দোলন দমনের জন্য । RAB শুরু হয়ে ৩১ ই আগস্ট পর্যন্ত ৪৭২ টি ঘটনায় ৫৭৭ জন ক্রসফায়ারে নিহত হয় । এর মধ্যে ১২২ জন হয় এই দিনবদলের সরকারের সময়। বাকীরা মারা যায় বিএনপি আমলে ,তিনি কীভাবে আবার রাজনৈতিক হত্যাকান্ডের বিচার দাবি করেন ।

এইবার আসা যাক এই সরকারের ক্রসফায়ারের ফিরিস্তি নিয়ে। সরকার ক্ষমতায় গেলে RAB এর ক্রসফায়ার তারা বন্ধ করবে। কিন্তু তার সরকার প্রতিশ্রুতির বিন্দুমাত্র রক্ষা করেনি। এছাড়া প্রধানমন্ত্রী,সরাষ্ট্রমন্ত্রী ,নৌ-পরিবহনমন্ত্রী তার বক্তব্য দিয়ে বিচার -বহির্ভূত হত্যাকান্ডকে সরকারি স্বীকৃতি এনে দিয়েছে। গত ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী ইউরোপিয় কমিশনের কাছে দাবি তুলে তিনি ব্যক্তিগত ভাবে ক্রসফায়ারের বিরোধী,অথচ তার এই ঘোষনার গত ২১ নভেম্বর পর্যন্ত ১৫টি বিচার বহির্ভুত হত্যাকান্ডের ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের এ ধরনের বক্তব্য সংবিধানের পুরোপুরি বিরোধী। তারা সংসদ সদস্য ত্ত মন্ত্রী হিসেবে শপথ নেত্তয়াকালে সংবিধান রক্ষার যে অঙ্গীকার করেনছিলেন এইধরনের বক্ত্যব সঙ্গতিপুর্ন নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.