আমাদের কথা খুঁজে নিন

   

বর্তমানের হরতাল কি অদৌ কোন গনতান্ত্রিক রীতিনীতি মানছে ??

.............। একটা সময় ছিলো যখন হরতাল দিলে দেশের মানূষ স্বতঃস্ফুর্তভাবে রাস্তায় নেমে পড়ত ও যে যার অবস্থান থেকে তার অবস্থান বা সমর্থন জানাতো। যেমনটা হত ব্রিটিশ, পাকিস্তান বিরোধী আন্দোলন থেকে এরশাদ বিরোধী আন্দোলন পর্যন্ত। কিন্তু এরশাদের পতনের সাথে সাথে যেন হরতালেরও নৈতিক পতন হয়েছে বলে মনে হয়। হরতালকে রাজনৈতিকদলগুলো তাদের গনতান্ত্রিক অধিকার বলে মনে করে কিন্তু এই তথাকথিত হরতালে কারনে সাধারন মানুষের গনতান্ত্রিক অধিকারসহ মানবাধিকার লঙ্ঘনের সীমা ছাড়িয়ে গেছে।

হরতাল বর্তমান সময়ে সাধারন মানুষের জীবনকে করেছে দুর্দশাগ্রস্থ,ঝুকিপুর্ন ও আর্থিকভাবে ক্ষয়ক্ষতির শিকার হয়ে প্রতিনিয়ত নতুন নতুন দরিদ্র্যের জম্ম দিচ্ছে আবার কেউ কেউ শিকার হচ্ছে পঙ্গুত্বের বা মৃত্যুর কোলে ঢলে পড়ছে সাধারন পথচারী। হরতাল আসলে কি ? গনতান্ত্রিক রীতিতে কোন ব্যক্তি,গোষ্ঠী বা দল যেকোন যৌক্তিক কারনে হরতাল ডাকতে পারে তারপক্ষে জনমতকে প্রমান করার জন্য বা জনমত সৃষ্টির লক্ষ্যে। এক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষে যারা সহমত পোষন করবে তারা কল-কারখানা,যানবাহন,দোকানপাট বন্ধ রাখা সহ তাদের যাবতীয় কর্মকান্ড সাময়িক ভাবে স্থগিত রেখে বা লাগাতার সেই কর্মসূচী পালন করতে পারে, অন্যদিকে যারা সেই কর্মসূচীর সাথে একমত নন তারা চাইলে তাদের দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যেতে পারেন। এভাবেই ফুটে উঠবে সেই সংক্ষুব্ধ ব্যক্তি,দল বা গোষ্ঠীর পক্ষে বিপক্ষে জনমত। কিন্তু এখানে জোর করে কাউকে কিছুতে বাধ্য করার কোন সুযোগ গনতন্ত্রে নেই যদি কেহর উপর জোর করে চাপিয়ে দেয়া হয় তা হয়ে যায় জুলুম।

বর্তমানে আমাদের রাজনৈতিক দলগুলো হরতাল ডাকেন ও সাধারন জনগনকে জিম্মি করে, নানা প্রকারের অত্যাচার ও জোর করে হরতাল করতে বাধ্য করেন। হরতাল করা যদি রাজনৈতিক দলগুলোর গনতান্ত্রিক অধিকার হয়ে থাকে তবে জনগনেরও অধিকার আছে রাস্তা ঘাটে চলাফেরা করার,স্কুল-কলেজ, অফিস বা ব্যবসা বানিজ্য চালিয়ে যাওয়ার। কাউকে জোর করে বা অগ্নিসংযোগ করে কাজকর্ম থেকে বিরত রাখার কোন সুযোগ নেই। রাজনৈতিক দলগুলো যৌক্তিকভাবে হরতালের ডাক দিচ্ছে কিনা সে প্রশ্নে আমি যাবো না কিন্তু একজন নিরীহ ব্যক্তি যার সাথে রাজনৈতিক কোণ সংশ্লিষ্টতা নেই তার জানমালের ক্ষতি করা বা যানবাহন ও প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়া কি কোন গনতান্ত্রিক ক্রিয়া হতে পারে ? রাজনৈতিক দলগুলোতো জোর জুলুম আর জ্বালাও পোড়াও করে তাদের গনতান্ত্রিক অধিকার অগনতান্ত্রিকভাবে ঠিকই চর্চা করে যাচ্ছে কিন্তু আমাদের সাধারন মানূষের গনতান্ত্রিক অধিকার কই ?? কার কাছে জিম্মি হয়ে পড়েছে আমাদের অধিকার ? # পোস্ট রিভিশন চলছে ,বানান বা বাক্যে ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি#  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.