আমাদের কথা খুঁজে নিন

   

সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ !!

মানুষের জীবন খুবই বিবর্ণ থাকে মাঝে মাঝে। আসলে একে বিবর্ণ বলাটা বোধ হয় ঠিক না। এটাও একটা রং। হয়তো নিকষ কালো কিংবা ধূসর ! তুমি-আমি আজ জ্ঞানহীন, চোখের জলের চেয়ে- মিনারেল ওয়াটারের দাম আজ অনেক বেশী ! মানব শিশুর থেকে - কুকুর ছানার জীবনের দাম বেশী ! তোমার-আমার ফেসভ্যালু নেই, কিন্তু একটি চোরের ফেসভ্যালু আজ অনেক ! অসহায় পথশিশু ক্ষুধার তাড়নায় – এক টুকরো রুটি চুরি করলে – তার সাজা হয় অমানবিক ! কিন্তু চার হাজার কোটি টাকা চুরি করেও- আজ কেউ কেউ সগৌরবে – পাজেরো চড়ে ঘুরে বেড়াচ্ছে ! সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ !! - একজন আরমান ০৩/১২/২০১২ সন্ধ্যা ০৭:০০:২৩ উৎসর্গঃ কালোপরী দিকভ্রান্ত পথিক লাবনী আক্তার অপূর্ণ নীল-দর্পণ চেয়ারম্যান ০০৭ শীলা শিপা জেমস বন্ড আমি ইহতিব লোনলি ফাইটার অদ্বিতীয়া আমি রাতুল শাহ্‌ ভিয়েনাস একজন নিশাচর বনলতা মুনিয়া আমি বাঁধনহারা আমিভূত যুবায়ের সিয়ন খান মামুন৬৫৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.