আমাদের কথা খুঁজে নিন

   

কুষ্টিয়ার তিনটি খবর



বঙ্গবন্ধু হত্যা মামলার চুড়ান্ত রায়কে স্বাগত জানিয়েছে কুষ্টিয়াবাসী বঙ্গবন্ধু হত্যা মামলার চুড়ান্ত রায়কে স্বাগত জানিয়েছে কুষ্টিয়াবাসী। কুষ্টিয়ার রাজনীতিবিদ সচেতন মানুষ এ রায়কে ঐতিহাসিক রায় বলে মন্তব্য করেছেন। আওয়ামী লীগের দুটি গ্র“প এ উপলক্ষে মিলাদ, দোয়া, শোকরানা আদায় ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। বিকেলে শহরের থানাপাড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আজগর আলীর নেতৃত্বে সন্ধ্যায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্যদিকে শহরের আড়–য়াপাড়ায় জেলা আওয়ামী লীগের পৃথক কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর নেতৃত্বে সন্ধ্যায় আয়োজন করা হয় মিলাদ ও আলোচনা।

ইবিতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার আগামী কাউন্সিলে দলীয় পদ ও হলের কতৃত্ব নিয়ে বিরোধের জের ধরে আজ দুপুরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে মুস্তাক বিল্লাহ নামের এক ছাত্রলীগ নেতাকে এলোপাথারী কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষ ছাত্রলীগ নেতারা। গুরুতর অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুল আরফীনের নেত্বত্বে কুষ্টিয়া ডিবি পুলিশ বঙ্গবন্ধু হলে তল্লাসী চালিয়ে ৫টি হাতবোমা, তিনটি হালকা বন্দুক ও ৪টি রামদা উদ্ধার করেছে। অভিযান চলছে। কুষ্টিয়ায় বিএনপির বিরোধ আদালতে গড়ালো কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপির একপক্ষ আদালতে আবেদন করে স্থগিত করে দিয়েছে থানা ও শহর বিএনপির কাউন্সিল।

আজ কুমারখালী পৌরসভার মেয়র বিএনপি নেতা নুরুল ইসলাম আনসারসহ মোট ৬জন বিএনপি নেতা আদালতে আবেদন করেন। কুষ্টিয়ার সহকারি জজ (কুমারখালী) জাবেদ ইমামের আদালতে তারা জেলা বিএনপির আহবায়ক সোহরাব উদ্দিনসহ ১৬ জন নেতাকে বিবাদী করে উল্লেখ করেন, গঠনতন্ত্র না মেনে তারা কুমারখালী থানা ও শহর শাখার কাউন্সিল করার চেষ্টা চালাচ্ছে। এ অবস্থায় তারা কাউন্সিল আহবান করলে প্রতিপক্ষ বিএনপি নেতা-কর্মিদের সাথে রক্তক্ষয়ি সংঘর্ষ হতে পারে। আদালত আবেদন বিবেচনা করে বিবাদীদের ৫দিনের মধ্যে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন। একই সাথে কুমারখালী পৌর ও শহর বিএনপির কাউন্সিলের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.