আমাদের কথা খুঁজে নিন

   

ধর্মঘটে অচল কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়

পাঁচ দফা দাবিতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ডাকা ধর্মঘটের প্রথম দিন আজ শনিবার অচল হয়ে গেছে বিশ্ববিদ্যালয়। সকাল থেকে ক্যাম্পাসে কোনও ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

সকালে পুলিশি পাহারায় ঝিনাইদহ ও কুষ্টিয়া থেকে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বাস ক্যাম্পাসে প্রবেশ করেছে। সব কটি বাস আসতে না পারায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে পারেননি। তাই ক্লাস-পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে না।

এদিকে সকাল সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়াগামী তিনটি গাড়ি দীপ্তিপাড়া এলাকায় পৌঁছালে সেগুলো লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় একটি গাড়ির কয়েকটি কাচ ভেঙে যায়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক সাংবাদিকদের জানান, নির্ধারিত দাবি মেনে না নেওয়া হলে তারা লাগাতার ধর্মঘটের ডাক দেবেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক মাহবুবর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যেভাবে বিষয়টি নিষ্পত্তি সম্ভব, সেভাবে চেষ্টা চালানো হচ্ছে।

উল্লেক্য, গত মঙ্গলবার গ্রেফতার হওয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলামের মুক্তিসহ পাঁচ দফা দাবিতে আজ ও আগামীকাল রবিবার ক্যাম্পাসে ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.