আমাদের কথা খুঁজে নিন

   

ভৈরব জেলার খায়েশ ছিল জিল্লুর রহমানের



নবম জাতীয় সংসদ নির্বাচনের প্রচারাভিযানে বতর্মান রাষ্ট্রপতি জিল্লুর রহমান তার জীবনের শেষ নির্বাচন উপলক্ষে নিজের এলাকাকে জেলা ঘোষণা করার আশ্বাস জনতাকে দিয়েছিলেন। পরিস্থিতির কারণে সেই আশ্বাস পূরণ করা দুরে সরার কথা কারণ তিনি আর সাংসদ নেই যদিও তার ছেলে পাপন একই কথা বলে পরে সাংসদ নির্বাচিত হয়েছেন। আশ্বাসের সূত্র ধরে ইতিমধ্যে ভৈরবকে জেলা প্রস্তাব করা হয়েছে আর তারই ফলে তৈরি হচ্ছে নানান রকমের ধুম্রজাল। কিশোরগঞ্জে ১৩টি উপজেলা আছে তার মধ্যে ৫টি উপজেলা নিয়ে ভেরব জেলার প্রস্তাব চলছে। ভৈরব সীমান্তবর্তী উপজেলা হওয়ার কারণে কেউ ভৈরব জেলায় অন্তর্ভূক্ত হতে চাচ্ছে না কেবল কুলিয়ারচর উপজেলা ছাড়া।

আর ভৈরব তো নিজের কারণে আছেই। একমাত্র ব্যতিক্রম হচ্ছে পার্শবর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আংশিক প্রস্তাবিত ভৈরব জেলায় সম্পৃক্ত হতে চাচ্ছে। কিন্তু কিশোরগঞ্জের অবস্থা তো একেবারেই নাজুক। পক্ষে বিপক্ষে এখন পর্যন্ত যেসব ঘটনার জন্ম হয়েছে তাতে নতুন এই জেলার প্রস্তাব থেকে সরে আসাই জরুরি। কারো ব্যক্তিগত খায়েশ পূরণ হওয়ার চেয়ে জাতীয়ভাবে যেসব জেলা আয়তনে অনেক বৃহৎ এবং উপজলার সংখ্যা ২০/২২টি আগে সেসব জেলা পূনর্গঠন করা উচিত।

এই হিসাবে কিশোরগঞ্জ প্রথম তালিকায় পড়বে বলে মনে হয় না। এছাড়া কিশোরগঞ্জের সার্বিক যে চিত্র ইতিমধ্যে লক্ষ করা গেছে তাতে আরও খায়েশ থাকাটা নিতান্ত বেহায়াপনা ছাড়া অন্য কিছু মনে হয় না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.