আমাদের কথা খুঁজে নিন

   

তোমার মত মৃত্যু

আমি তোমাকেই বলে দেব, কি যে একা দীর্ঘ রাত আমি হেটে গেছি বিরান পথে! আমি তোমাকেই বলে দেব, সেই ভুলে ভরা গল্প; কড়া নেড়ে গেছি ভুল দরজায়!

এই আমি পথহারা পথিক এক হঠাৎ করেই বুঝতে পারি যেন হারিয়ে গেছি কোন গহিন অরণ্যে তবুও বুঝিনা কেন? আমার ক্লান্ত দু'চোখ তোমাকে শুধু তোমাকেই খুজে ফেরে। চারপাশে এত ব্যর্থতার জঞ্জাল, আমি আলোর রেখা খুজতে থাকি, আমি তোমাকে খুজতে থাকি, তোমার মত মৃত্যুকে ! আমি খুজে পাই না কিছুই না আলো, না তুমি, না মৃত্যু হয়ত মৃত্যুও তোমার মতই কাছে আসে অনুভূতি জাগাতে কিন্তু পুরো গ্রাস করেনা কখনোই !! খুব ক্লান্ত আমি; তবুও জানিনা কি খুজতে থাকি, তোমাকে? না কি তোমার মত স্নিগ্ধ, শীতল কোন এক মৃত্যু !?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.