আমাদের কথা খুঁজে নিন

   

শব্দের শিকড়ে টান দিন, নতুন শব্দ শিখুন - ৮

!
এই সিরিজের উদ্দেশ্য, আমার জানা কিছু শব্দগুলোকে root ধরে একত্রিত করা। এতে খুব সহজেই অনেক শব্দ মনে রাখা যায়। শব্দের শিকড়ে টান দিন, নতুন শব্দ শিখুন - ৭ আজকে যে শব্দ নিয়ে আলোচনা করব, সেটি হলোঃ Dignity। এই শব্দের মূল হলঃ dignitas( dign/dignitas ল্যাটিন dignus থেকে), এর অর্থঃ worthiness, merit, grandeur,যোগ্যতা, মহিমা। এই মূলের সাথে ভিন্ন ভিন্ন prefixes যোগ করে অনেক শব্দ তৈরি করা যায়।

dign-/dain- এর সাথে আগের পর্বগুলোর জানা con-, in-, dis- এই তিনটি উপসর্গ যোগ করে আজকের শব্দসমূহঃ ১. Dignity: Dign + ity (noun suffix); তার মানে dignity এর অর্থ দাঁড়ালঃ worthiness, মর্যাদা, সম্ভ্রম বা উচ্চ পদবী। এখান থেকে এসেছে ক্রিয়াপদ Dignify: to exalt, মর্যাদা দেওয়া। সমার্থক শব্দঃ lodliness, worthiness, poise. বাক্যঃ Everyone should be able to die with dignity. দ্বিতীয় বাক্যঃ It is beneath my dignity to give a reply to such a rude letter. ২. Condign: Con + dign ; con prefix টির অর্থ হলঃ with/ together। তাহলে condign এর অর্থ দাঁড়ায় with worthiness বা যোগ্যতার সাথে অর্থাৎ well deserved, wholly worthy। তাই condign এর অর্থ দাঁড়িয়েছে, যথোপযুক্ত বা সমুচিত।

এই শব্দটি সাধারণত শাস্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়। সমার্থক শব্দঃ Deserved. বাক্যঃ A condign punishment for every sin, great and small will be given by God. ৩. Deign: Dignus>Digno>Deign; ল্যাটিন digno (consider worthy) শব্দটি এসেছে dignus (worthy) থেকে, তাহলে Deign এর অর্থ হয়ঃ to deem worthy, যোগ্য মনে করা। কিন্তু এর অর্থ দাঁড়িয়েছে নিজের মর্যাদার সাথে সঙ্গতিপূর্ণ না হলেও কারো সাথে সৌজন্যবশত কিছু করা। সমার্থক শব্দঃ condescend, descend. বাক্যঃ I don’t suppose she’ll deign to accept our invitation. ৪. Indignant: In + dign + ent( Adj. suffix); in prefix টির একটি অর্থ হলঃ in, ভিতর, কিন্তু এর আরেকটি ব্যবহার হলঃ negative prefix হিসাবে, যেমনঃ Inexpensive, Inorganic। তাই indignant এর অর্থ দাঁড়িয়েছে to regard as not worthy or unworthy বিশেষত কোনো অন্যায় অবিচার বা অপবাদের (যার যোগ্য সে নয়) কারণে ক্রুদ্ধ বা রুষ্ট ।

সমার্থক শব্দঃ Outraged, incensed, insulted. বাক্যঃ The beggar became indignant when the minister of defence accused him of stealing the nuclear warehead from a military cantonment. *** Indignantly ( সক্ষোভে) ৫. Disdain: ফ্রেঞ্চ Desdeign থেকে এই শব্দের উৎপত্তি। Dis(de-) + dain(deign); de prefix টির অর্থ হলঃ apart,পৃথক/বিচ্ছিন্ন অথবা reversal or removal বিপরীত কোনো কিছু , না-বোধক কিছু। তাহলে Disdain এর অর্থ দাঁড়ায় not worthy, যোগ্যতাহীন মনে করা অথবা মর্যাদাহীন মনে করা। অসম্মান করা বা ঘৃণা বা অবজ্ঞা করা বোঝাতে এই শব্দটির বহুল ব্যবহার লক্ষণীয়। সমার্থক শব্দঃ Scorn, contempt, despise. বাক্যঃ The billionaire looked upon the slum dwellers with evident disdain. ***Disdainful (adj. ঘৃণাপূর্ণ বা তাচ্ছিল্যপূর্ণ) ৬. Dainty: ল্যাটিন dignitas শব্দটি যেমন যোগ্যতা,উপযুক্ততা, সম্মান বা মর্যাদা বোঝায় তেমনিভাবে সৌন্দর্যকেও বোঝাতে পারে ; Dainty শব্দটির অর্থ হলঃ excellent যথোপযুক্ত, delicacy, nice, Delicately beautiful, সুশ্রী, রুচিবোধ-সম্পন্ন।

সমার্থক শব্দঃ Delicate, goody, nice. বাক্যঃ Cherry is a dainty little lady.She walked daintily down the steps. Her mother wrote the invitation cards for her birthday party daintily in black and gold. ছবিঃDainities of every kind on the Table সুস্বাদু খাবারের ক্ষেত্রেও শব্দটি ব্যবহৃত হয়। The table was laid for the Queen with dainties of every kind . আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।