আমাদের কথা খুঁজে নিন

   

পুতুল নেবে গো পুতুল (একটি ছুডুকালের স্মৃতিচারণমূলক পোষ্ট)

মহলদার
গ্রাম্য শৈশবে পুতুল খেলিনি এরকম বোধহয় খুব কম লোকই খুঁজে পাওয়া যাবে, সে ছেলে কি মেয়ে যেই হোক না কেন। ছেলে হলে অন্তত বড় বোনের সাথে কিংবা পাশের বাড়ির মেয়েদে সাথে হলেও পুতুল খেলেছে। নিজ হাতে বানানো পুতুল, মায়ের বানিয়ে দেওয়া পুতুল, মেলা হতে কেনা পুতুল, কত পুতুল। বর, বউ, ছেলে, মেয়ে, কুকুর, বিড়াল, গরু, ঘোড়া, হাতি, নৌকা আরো কত কি যে। আর সাথে হাড়ি, কড়াই, কলসি ইত্যাদি তো ছিলই।

পুতুল খেলা নিয়ে হৈ চৈ, ঝগড়াঝাটি, কান্নাকাটি, মান-অভিমান এসবই বোধ হয় আমাদের অনেকেরই ছোট বেলার কমন গল্প। আজ সবই নষ্টালজিয়া, তাই না? আজ একটা মেলা থেকে কিছু পুতুলের ছবি তুলেছি। মনে পড়ে কি ছোট বেলার সেই স্মৃতিগুলো? মাটির এই যে ধরনের পুতুল গুলো, এটা হয়ত আর বেশী দিন দেখা যাবে না কোন মেলা কিংবা ফেরিওয়ালার ঝাঁকায়। কারন এর কারিগরদের বড় দূর্দিন এখন। প্লাস্টিকের তৈরি পুতুল, খেলনাই আজ দখল করে নিয়েছে এই সব মাটির খেলনা সামগ্রীর স্থান।

বাধ্য হয়ে এই কারিগররা খুঁজছে বিকল্প জিবীকা। সেদিন হয়ত আর খুব বেশী দূরে নয় যেদিন প্রত্যন্ত গ্রাম বাংলার হাজারো শিল্পীদের হাতে অতি সাদামাটা ভাবে গড়া এইসব খেলনা সামগ্রী হয়ে যাবে শুধুই স্মৃতি।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।