আমাদের কথা খুঁজে নিন

   

।--পুতুল--।

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা। আমি মাটির পুতুল হতে চাই রাতে বেঘোরে ঘুমিয়ে, সকালে সূর্যের সাথে উঠবো, সারাদিন কাজ করে সন্ধ্যায় ঘরে ফিরবো; আমি কাঠের পুতুল হতে চাই, পুতুলের দুঃখ কষ্ট নেই পুতুলেরা শোনেনি কখনো পাখিদের গান- ঝর্নার শব্দ; পুতুলেরা চোখ মেলে কখনোই দেখেনি ঘন সবুজ অরন্য, পুতুলেরা শেখেনি বাজাতে পাতার বাঁশি, পুতুলদের জীবন শুধু ছকে আঁকা, গণ্ডিবদ্ধ স্বর্গে বসবাস করে ওরা, আমি পুতুল হতে চাই, কারন পুতুলেরা জানেনা প্রতিবাদী হতে, ওদের স্বর্গে তো কোন পাপই নেই, ওরা কিভাবে প্রতিবাদী হবে? পুতুলেরা শুধু শিখেছে সুতোর টান, কল-কাঠি নাড়া ওদের প্রভুদের আনুগত্য, ওরা সঁপেছে নিজেদের হাত-পা, দেহখানি; ওদের প্রান-মন কখনোই ছিলোনা অথবা কোন একদিন ওগুলোকে দিয়েছিলো কবর চাপা, কেউ জানে না; খবর রাখে নি কেউ, এইখানে এই ছোট স্বর্গে সবাই খুব বেশি ব্যস্ত সারাদিন কাজ করে সন্ধ্যায় ঘরে ফেরে, ওরা কখনো মাথা উচু করে দেখেনি আকাশ, দেখতে জানে না; অথবা, ওদের স্বর্গে নেই কোন আকাশ, নেই কোন ধানক্ষেত, নেই পাখিদের প্রান, কি হয় পৃথিবীর আকাশ দেখে? শুনে বনের গান? ভাবি তাই-আমিও পুতুল হবো, স্বর্গবাসী, পৃথিবীকে জ্বালিয়ে বানাবো এক মহাশ্মশান।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।