আমাদের কথা খুঁজে নিন

   

ভুমি রেজিষ্ট্রি অফিসে ঘুষরঙ্গ

peacekeeper

গত বুধবার অফিসিয়াল কাজে চট্টগ্রামের বোয়ালখালী ভুমি রেজিষ্ট্রি অফিসে গিয়েছিলাম। আগে থেকেই এসব অফিসে যে প্রকাশ্যে ঘুষের রমরমা বানিজ্য চলে তা জানতাম। কিন্তু তার মাত্রা যে এত ভয়াবহ তা জানা ছিল না। যে কাজটি করার জন্য রেজিষ্ট্রি অফিসে গিয়েছিলাম তার সরকারী ফি মাত্র ৬০০ টাকা। কিন্তু সাবরেজিষ্ট্রার ও কর্মচারীরা তার জন্য ৫০০০ টাকা দাবী করে বসল।

অবশেষে মাছ বাজারের মত দরকষাকষি করে ৩০০০ টাকায় কাজটি করলাম। ঘুষের টাকার জন্য এরকম দরাদরি দেখে আমি নিজেও লজ্জা পেয়ে গিয়েছিলাম। আমার সহকর্মী,যিনি সবসময় এসব deal করেন, তার কাছে এদের ব্যাপারে অনেক চান্চল্যকর তথ্য পেলাম । এসব কর্মচারীদের পরনে পোশাকপরিচ্ছদ ও আচার আচরন দেখে ভিখারীদের মতো মনে হলেও এদের উপরি আয়ের পরিমান শুনে আমি হতবাক!!!!!সাবরেজিষ্ট্রারের দৈনিক আয় নাকি এক লক্ষ টাকা। এসব সাবরেজিষ্ট্রার ও রেজিষ্ট্রি অফিসের কর্মচারীদের প্রত্যেকে ঢাকা ও চট্টগ্রামের অভিজাত এলাকায় বাড়ী ও দামী গাড়ীর মালিক।

তাদের ছেলেমেয়েদের অভিজাত বেসরকারী ইংলিশ মিডিয়াম স্কুল ও বিশ্ববিদ্যালয়ে ,অনেকে ইউরোপেও পড়ান। সবচেয়ে মজা লেগেছে দলিলে টিপসই দেয়ার জন্য যে লোকটি আঙ্গুলে কালি লাগান, তার আবদার দেখে । সেও ২০০ টাকা বখশিশ দাবী করে বসল। বাংলাদেশের মতো এত সহজে টাকা আয় করার সুযোগ আর কোথাও কি আছে !!!!!! এসব জানোয়ারদের হাত থেকে আমাদের রক্ষা পাওয়ার কি কোনও উপায় নেই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।