আমাদের কথা খুঁজে নিন

   

বাঁশের চেয়ে কঞ্চি বড়... জাতির পিতার ছবি কি বলে??


বাঁশের চেয়ে কঞ্চি বড়.. প্রচলিত প্রবাদটাই যেন বহুমাত্রিক রুপে দেখতে পাই.. এখানে ওখানে এমনকি ব্লগেও.... দেখুন তো ছবিটি.. ১৯৭৪ সালে লাহোরে অনুষ্ঠিত ইসলামী শীর্ষ সম্মেলনে আলজেরিয়ার প্রেসিডেন্ট বুমেদিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জুলফিকার আলী ভুট্রো। আমরা জানি ঐক্যই শক্তি। সেই একতার ভিত্তিমূলে বারবার আঘাত আসছে.. নানা আঙিকে। ১ম ২য় বিশ্বযুদ্ধে যারা বিজয়ী বিজিত এখন তাদের অনেকই ঘনিস্টতম সহযোগী। যদিও একসময় তারা পরস্পরকে হননে উদ্ধত ছিল্।আজ বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রনে তারা আজ একাট্রা। অথচ আজ আমাদের এই বাংলাদেশকে নিয়ে যেন ছিনিমিনি খেলা চলছে!! বিট্রিশের ডিভাইড এন্ড রুল মতবাদই কি এসবের পিছনে ক্রিয়াশীল??? আজ চেতনা এবং বিশেষ শ্রেনী গোষ্ঠির প্রচার এবং মোটিভ নিয়ে ভাবার সময় এসেছে বোধহয়। জাতির পিতার ছবি প্রত্যক্ষ যে বাণী দেয় তার বিপরীতে যারা দাড় টানে তাদের কর্মকান্ডে শুধূ এটাই মনে হয় .. বাঁশের চেয়ে কঞ্চি বড়।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.