আমাদের কথা খুঁজে নিন

   

বাঁশের জন্য... [আবোল-তাবোল]

আমার সময়ের চাকা বন্ধ হইবে যেইদিন...

স্যার, কত বড়? উমমম, কত বড় পাবা? এই ধরেন, ঠিক নাই... এক মানুষ লম্বা? ঠিক নাই স্যার!! একটা টেবলের মত লম্বা? হইতে পারে, সিউর না স্যার! এক হাত লম্বা? এটা মনে হয় পাবো! তো স্যার, মোটা কেমন? যেমন তেমন, কিন্তু কচি বাঁশের মত চিকন হইলে হবেনা আবার! এই ধরো, এমন হতে হবে যেন কাউকে বাড়ি মারলে মাথা ফাটতে পারে, কিন্তু মারা যাবেনা.... ওমা স্যার!! কার মাথা ফাটাইবেন??? আরে ধুর না, মাথা আমি ফাটাবোন... তো কে ফাটাইবে? সে তোমার জেনে কাজ নাই, তুমি জোগাড় করতে পারবে কিনা তাই বলো! হমম, পারবো স্যার, কিন্তু.... কিন্তু কি! ওহ আচ্ছা, হমম বুঝেছি। এই নাও, কিছু রাখো, পরে আরো পাবা... ঠিক আছে স্যার, আজকেই এনে রাখবো! হমম ভালো!! স্যার একটা কথা!! আবার কি? স্যার, মাথা ফাটবে কিন্তু মরবেনা, এইরকম তো? হমম সেইরকমি তো বোল্লাম!! কি ব্যাপার মাথা চুলাকাও কেনো? স্যার!! কি বলো!! স্যার কার মাথা ফাটানো হবে? আরে মাথা টাথা না!! তো?? আসলে আমি আমার খাট ঠিক করবো!! খাট ঠিক করার সাথে মাথা ফাটানোর কি আছে, স্যার!! মানে খাটের যে অংশ নষ্ট হইছে, শুইলে, ঐ অংশ আমার মাথা থাকে... ওহ আচ্ছা, বুযছি!! আর বলা লাগবেনা.. মজার ব্যাপার!! তাই নাকি! তুমিতো বেশি কথা বলো ছেলে!! আর বোলবোনা স্যার!! স্যার আমি যাই তাহলে... হমম আবার দেখা হলে যাতে হাতে বাঁশ দেখি!! জ্বী স্যার.... মনে মনে ভাবলাম.... বাঁশ পাবো কিনা জানিনা, পাইলে কথা হবে, মাথা ফাটবে!! আর কি কিছু হবে??? জানিনা!! বড়ই অদ্ভূত আর রহস্যময়!! যাই হোক, আমি বাঁশটা ঠিকই আনবো!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.