আমাদের কথা খুঁজে নিন

   

বাঁশের সাইকেল

প্রভাবশালী ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, এ রকম সাইকেলের কাঠামো বাঁশের হওয়ায় তা খুব মজবুত এবং হালকা হচ্ছে।
এতদিন সাইকেল বানাতে স্টিল ব্যবহার করা হত। কিন্তু ইস্পাতের চেয়েও শক্ত প্রাকৃতিক উপাদান হচ্ছে বাঁশ। সেই সঙ্গে এটি বেশ হালকা এবং দামের দিক থেকেও সাশ্রয়ী। এ ছাড়াও এটি অ্যালুমিনিয়াম বা কার্বন ফাইবারের মতো ভঙ্গুর নয়।


এসব কথা চিন্তা করেই এ রকম বাঁশের সাইকেলের একটি নমুনা তৈরি করা হয়েছিল। নমুনাটি তৈরি করেছিল যুক্তরাজ্যের অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি। পরে দেখা গেছে এটি বেশ আরামদায়কভাবেই চালানো যাচ্ছে।
পরবর্তীতে এ রকম সাইকেল উৎপাদনের ক্ষুদ্র ব্যবসায় যাওয়ার আগে নিরাপত্তা সনদ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে গার্ডিয়ান। শুধু অর্ডার পেলেই তৈরি করে দেওয়া হচ্ছে এ রকম সাইকেল।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.