আমাদের কথা খুঁজে নিন

   

গোলাম আযম-নিজামীর সন্তানরা কি কেউ মাদ্রাসায় পড়ছে?



ধর্মনিরপেক্ষ শিক্ষায় দেশ গোল্লায় যাবে-তাই শিক্ষানীতি থেকে এটি বাদ দিতে হবে। গত কয়েক মাস ধরে অনবরত কিছু লোক এসব বলে মাদ্রাসা শিক্ষার পক্ষে গুনকীর্তন করছেন। তাদের কাছে আমার প্রশ্ন-মাদ্রাসা নিয়ে এতো বড় বড় কথা বলেন, আপনি কি আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি কেবেন? জানি করবেন না। যেমন করেনি গোলাম আযম-নিজামীরা। আমার মনে আছে, ক্লাস সিক্সে উঠার পর ধর্ম নামক একটি বিষয় যোগ হলো স্কুলে।

আমি দেখতাম এই ক্লাসটি শুরু হলে আমার কিছু বন্ধু বান্ধব আলাদা হয়ে অন্য ক্লাসে যেতো। তাদের আলাদা ক্লাসে পাঠিয়ে যে শিক্ষক আমাদের ক্লাস নিতে আসতেন আমরা তাকে বলতাম হুজুর স্যার। আমি দেখেছি স্কুলের শিক্ষকদের মধ্যে সবচেয়ে বাজে স্যার হলো হুজুর স্যার। কোন কারণ ছাড়াই এরা বাচ্চাদের পেটায়। প্রায় সব স্কুলেই একই দৃশ্য।

যাই হোক, যে কথা বলছিলাম। শিশু বয়সে এই যে ধর্ম ক্লাসে আলাদা হয়ে যাওয়া, বাচ্চাদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া, তুমি মুসলমান, তুমি হিন্দু সেটাই বড় হয়ে মানুষকে বিভক্ত করে। সংঘর্ষের সূত্রপাত করে। এসব বাদ দিয়ে একটা ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যাবস্থা গড়ে উঠলে সমস্যাটা কি? ভেবে দেখেন, মাদ্রাসা থেকে যারা পাস করে, তাদের ডিগ্রি তো তাদের বোঝা হয়ে দাঁড়ায়। এই ডিগ্রি নিয়ে কোথাও চাকুরি মেলে না।

তারা সেই মাদ্রসার শিক্ষকই হন। কাজেই মাদ্রাসা শিক্ষাই বাদ দেওয়া উচিত। তবে কেউ যদি ধর্ম নিয়ে পড়াশোনা করতে চায়, তার জন্য সে সুযোগ থাকতেই পারে। উচ্চ শিক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোতেও সেই সুযোগ আছে। আমরা গত ৩৮ বছরে দেখেছি প্রতি সরকারই যাওয়ার শেষ সময়ে একটি শিক্ষানীতি করে যায়, যাতে সেটি বাস্তবায়নের কোন সুযোগই না থাকে।

বর্তমান সরকার যতো খারাপ কাজই করুক, ক্ষমতায় এসেই একটি মোটামুটি ভালো শিক্ষানীতি করেছে। এটি বাস্তবায়নের যথেষ্ট সুযোগ আছে। এখুনি কাজ শুরু করলে ভবিষ্যত নিশ্চয়ই ভালো। কাজেই ধর্ম নিয়ে যারা রাজনীতি করেন, তাদের বলছি-দয়া করে মানুষের স্বার্থ চিন্তা করুন। আমি জানি আপনাদের এসব বলে কোন লাভ নেই।

আপনারা কেন ধর্মকে কেন্দ্র করে শিক্ষা ব্যাবস্থা চান সেটি তো আমরা জানি। আপনারা এসব বলেন রাজনীতির স্বার্থে। মাদ্রাসার কিছু ওগা মগা না থাকলে আপনাদের হয়ে মাঠে থাকবে কে? তাই তো নিজে মোল্লা সেজে নিজের ছেলেটাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠিয়ে রাজনীতি করেন। মাদ্রাসা শিক্ষার কথা বলেন। যেসব গর্দভ এসব কাঠ-মোল্লাদের পেছনে শ্লোগান দেন তাদের কাছে আমার প্রশ্ন- একজন নেতার নাম বলুন তো আপনাদের যিনি তাঁর সন্তানকে ধর্ম শিক্ষা দিতে মাদ্রাসায় পাঠিয়েছেন।

এমন একজন নেতার নাম বলুনতো আপনাদের যিনি তাঁর সন্তাকে ইসলাম বিষয়ে উচ্চ শিক্ষা দিয়েছেন। বলতে পারবেন। পারবেন না। যদি না পারেন তাহলে নোংরা রাজনীতি ছাড়ুন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.