আমাদের কথা খুঁজে নিন

   

নিরপরাধ অভিনেতা কায়সার মাহমুদ বাপ্পীকে হত্যা করেছে র‌্যাব।

সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,

'বন্দুকযুদ্ধের' নামে তরুণ মডেল, অভিনেতা কায়সার মাহমুদ বাপ্পীকে হত্যা করেছে র‌্যাব। খিলগাঁও, বাড্ডা এলাকার সন্ত্রাসী কামরুল ইসলাম বাপ্পীকে ধরতে গিয়ে কায়সার মাহমুদ বাপ্পীকে ধরে নিয়ে হত্যা করা হলো। নিহত বাপ্পীর বিরুদ্ধে রাজধানীর কোনো থানায় মামলা তো দূরের কথা, একটি জিডিও নেই। একজন সোর্সের দেওয়া ভুল তথ্যে তপ্ত বুলেটে নিভে গেছে নির্দোষ এক তরুণ অভিনয়শিল্পীর জীবনপ্রদীপ। মর্মান্তিক এই ভুলের কারণে এক মায়ের বুকের নিধি চিরদিনের জন্য হারিয়ে গেল।

সন্তানহারা অভাগিনী মায়ের কান্না অভিশাপের বিষবাষ্প হয়ে আকাশে ছড়িয়ে পড়েছে। এই নির্মম হত্যাকাণ্ডে একটি সুখী পরিবারে সর্বনাশার কালো ছায়া কীভাবে ছড়িয়ে পড়েছে, তার বিবরণ দিয়েছেন বাপ্পীর মা। তার পাশে ছিলেন বিষাদভারাক্রান্ত পরিবারটি। গতকাল মঙ্গলবার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাপ্পীর পরিবারের মর্মবেদনার কথা শুনতে শুনতে উপস্থিত সাংবাদিকদের চোখও অশ্রুসজল হয়ে উঠেছিল। বাপ্পীর মা বলেছেন : আমি আমার সন্তানের হত্যাকারীদের বিচার চাই।

আছিয়া আক্তার রাতে সমকালকে বলেন, 'র‌্যাবের এই ভুল অমার্জনীয়। এরপরও ঘাতকদের বিরুদ্ধে আমরা মামলা করতে ভয় পাচ্ছি। কোনো অপরাধ না করেই বাপ্পী 'সন্ত্রাসী' হয়েছে, র‌্যাবের গুলিতে মারা গেছে। মামলা করলে আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে কে? কারণ, যে আইন প্রয়োগকারী সংস্থা অপরাধ প্রমাণ না করেই কাউকে হত্যা করে, তাদের বিরুদ্ধে মামলা করে সুবিচার পাওয়ার সম্ভাবনা নেই। ' এ কথা বলার সময় তার চোখে জমাট বাঁধা অশ্রু নীরবে ঝরতে থাকে দু'গাল বেয়ে।

তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একজন মা। আমি তার কাছে এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে বলব, আপনি সন্তানহারা মায়ের বেদনা বুঝবেন। আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়। আমি দোষীদের শাস্তি চাই। ' নিহত বাপ্পী সন্ত্রাসী কি-না কিংবা তার বিরুদ্ধে থানায় কোনো মামলা রয়েছে কি-না তা সুনির্দিষ্ট করে বলতে পারেনি পুলিশ।

খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) নবজ্যোতি খীসা সমকালকে বলেন, 'বাপ্পীর বাসা রামপুরা এলাকায়। তার বিরুদ্ধে মামলা থাকলে তা রামপুরা থানা পুলিশ বলতে পারবে। আমার থানায় কোনো অভিযোগ নেই। ' রামপুরা থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ হাশমী সমকালকে বলেন, 'বাপ্পী নামে এক সন্ত্রাসীর বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। নিহত বাপ্পী ওই হত্যা মামলার আসামি কি-না তা আমার পক্ষে নিশ্চিত করে বলা সম্ভব নয়।

যতদূর জানি, নিহত বাপ্পীর বিরুদ্ধে আমার থানায় কোনো অভিযোগ নেই। ' তবে বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী সমকালকে নিশ্চিত করে বলেন, 'কায়সার মাহমুদ বাপ্পী নামে কোনো ব্যক্তির বিরুদ্ধে আমার থানায় কোনো মামলা নেই। তালিকাভুক্ত সন্ত্রাসী বাপ্পী ওরফে মিয়া ভাইয়ের নামে হত্যাসহ চার-পাঁচটি মামলা রয়েছে। ' http://www.shamokal.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.