আমাদের কথা খুঁজে নিন

   

শব্দের শিকড়ে টান দিন, নতুন শব্দ শিখুন - ৭

!
মাঝখানে অনেকদিন বিরতির পর এই সিরিজে আবার হাত দিলাম। এই সিরিজের উদ্দেশ্য, আমার জানা কিছু শব্দগুলোকে root ধরে একত্রিত করা। এতে খুব সহজেই অনেক শব্দ মনে রাখা যায়। শব্দের শিকড়ে টান দিন, নতুন শব্দ শিখুন - ৬ আজকে যে শব্দ নিয়ে আলোচনা করব, সেটি হলোঃ Cursive। এই শব্দের মূল হলঃ curs(ল্যাটিন Currere>Curs>Cour থেকে), এর অর্থঃ to run, to flow,দৌড়ানো, বয়ে চলা, প্রবাহিত হওয়া।

এই মূলের সাথে ভিন্ন ভিন্ন prefixes যোগ করে অনেক শব্দ তৈরি করা যায়। আগের পর্বের জানা ex-, pre-, con-, dis- এই চারটি উপসর্গ নিয়ে আজকের শব্দসমূহঃ ১. Cursive: ল্যাটিন curs থেকে এসেছে এই শব্দটি। আর ল্যাটিন ক্রিয়াপদ currere থেকে এসেছে curs। তার মানে cursive শব্দটির মধ্যে দৌড়ানো বা প্রবাহিত হবার একটা ব্যাপার আছে। হ্যাঁ, প্রবাহই বটে, তবে হাতের লেখার প্রবাহ।

cursive এর অর্থ হলঃ টানা হাতের লেখা। আমরা মাঝে মাঝেই দ্রুত লিখতে গিয়ে শব্দ এমনভাবে লিখি যেখানে বর্ণগুলোর মাঝে কোনো ফাঁকা জায়গা থাকেনা। আর লেখার এই ভঙ্গিমাকে বলা হয় cursive writing. বাক্যঃ A child may recognize words only if they are written in seperated letters, while others can work with cursive script. বাক্যঃ Recognition of cursive handwriting is especially prone to errors due to the difficulty of determining the correct segmentation of a word. A cursive hand-writing ২. Excursion: Ex + Cursive; ex prefix টির অর্থ হলঃ out,বাহির। তাহলে Excursive এর অর্থ দাঁড়ায় running out, বহির্গমন। আমরা মাঝে মাঝেই একঘেয়ে কাজ করতে করতে হাপিয়ে উঠি, তখন সংক্ষিপ্ত ভ্রমণে যেতে পারলে আমাদের মানসিক চাপ অনেক কমে যায়, আর এই প্রমোদভ্রমণকেই বলে Excursion. সমার্থক শব্দঃ expedition, sashy. বাক্যঃ Next week we're going on an excursion. ডাহা মিথ্যা কথা, যত কাজ ! ৩. Cursor: এই শব্দটিও এসেছে ল্যাটিন curs থেকে।

শুরুতে এর অর্থ ছিল বার্তাবাহক অর্থাৎ যে দ্রুত বেগে দৌড়িয়ে কোনো খবর নিয়ে আসে। কিন্তু এখন cursor বলতে আমরা বুঝি, মাউসের cursor অথবা টাইপ করার সময় যে লম্বা দাগটা সবসময় ওঠা নামা করতে থাকে. cursor * Cursory: এই শব্দের অর্থ দাড়িঁয়েছে তাড়াহুড়া করে কোনো কাজ করা, যা শব্দের মূল থেকে সহজেই বোঝা যায়। সমার্থক শব্দঃ superficial, shallow, hasty. বাক্যঃ I have written this post in a cursory manner, so there can be some errors.ঘটনা সত্যি, পরে এসে একবার রিভিশন দিতে হবে! বাক্যঃ A cursory inspection failed to reveal the Jamuna Bridge's structural flaws. ৪. Precursor: Pre + cursor; pre prefix টির অর্থ হলঃ before/ beforehand অর্থাৎ আগে, পূর্বে/প্রাক । যেহেতু cursor এর উৎপত্তিগত অর্থ হলো বার্তাবাহক, তাই precursor এর অর্থ দাঁড়িয়েছে অগ্রিম বার্তাবাহক,অগ্রদূত, পূর্বলক্ষণ। সমার্থক শব্দঃ Forerunner, Harbinger, Herald. বাক্যঃ Colonial opposition to unfair taxation by the British was a precursor of the Revolution. ৫. Concur: con + cur; con prefix টির অর্থ হলঃ with/ together।

তাহলে concur এর শাব্দিক অর্থ দাঁড়ায়ঃ to run together, একসাথে চলা। আমার মতের সাথে অন্যের মতের মিল হলে তবেই না একসাথে চলা সম্ভব। তাই concur এর অর্থ দাড়িঁয়েছে একমত হওয়া। সমার্থক শব্দঃ agree, concord, consent, assent. বাক্যঃ The committee largely concurred with these views. ৬. Discursive: Dis + cursive; dis- prefix টির অর্থ হলঃ apart, পৃথক/বিচ্ছিন্ন । তাহলে discursive এর অর্থ দাঁড়ায় কোনো প্রবাহ থেকে বিচ্ছিন্ন।

কোনো আলোচনা যদি প্রাসঙ্গিক না হয়, তাহলে তা অবশ্যই আলোচনার মূল প্রবাহ থেকে বিচ্ছিন্ন। তাই discursive এর অর্থ হলঃ অবান্তর, অপ্রাসঙ্গিক, অসংলগ্ন। সমার্থক শব্দঃ , Digressive, excursive, rambling. বাক্যঃ This is a rambling discursive book, I don't like it. Current আর courier এই শব্দ দুইটিও কিন্তু এই মূল থেকে এসেছে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ পড়ার জন্য।

ছবিঃ উইকিপিডিয়া।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।