আমাদের কথা খুঁজে নিন

   

ইতিহাসের পুনরাবৃত্তিঃ ক্ষমতাবান কে ?? বল ? বিদ্যা ? অর্থ ?



ক্ষমতার পালাবদল দেখে দেখে একমাত্র অক্লান্ত - ইতিহাস ! তার বুকে বয়ে গেছে কত হাজার পালাবদল !! এই জগতে সবচেয়ে ক্ষমতাধর কে ? কালে কালে এই প্রশ্নের উত্তর বদলে গেছে । কিন্তু প্রশ্নটি রয়ে গেছে সেই আগের মতই !!! ইতিহাসজুড়ে প্রাচ্য-প্রতীচ্যের যুদ্ধ দেবতাদের পাশে আরো অনেক যুদ্ধদেবের নাম রয়েছে । রয়েছে ক্রুসেড-প্রথম ও দ্বিতীয় মহাযুদ্ধের নাম । শক্তিমানের শক্তি প্রমানের দাপটে কত ক্ষত সৃষ্টি হয়েছে মাবতার ইতিহাসে তার ইয়ত্তা নেই । ফিরে যাই সেই প্রশ্নে- সবচেয়ে ক্ষমতা বেশি কার ? এককালে এর উত্তর ছিল-জোর যার মুল্লুক তার ।

যাকে আধুনিক কালে অনেকে বলতে চেয়েছেন 'বন্দুকের নলই সকল ক্ষমতার উৎস' । অর্থাৎ ক্ষমতাধর সে-ই যার পেশিশক্তি আছে -এটা ছিল ইতিহাসের শুরুর দিকের উত্তর । তবু আজো অনেকে সেই উত্তর দিয়ে সাজাতে চান দুনিয়া । ফলে সন্ত্রাসী অভিধায় ভুষিত হতে হয় তাদের । অথবা পরাজয় মেনে নিয়ে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হতে হয় ।

এলো পরবর্তি যুগ । এবার এ প্রশ্নের জবাব পাল্টে হল ' জ্ঞানই সকল ক্ষমতার উৎস ' । এটা কখন শুরু হয় তা নিয়ে প্রাচ্য-প্রতীচ্যে দ্বন্দ্ব আছে । কারণ প্রতীচ্য যাকে সৃষ্টিহীন অন্ধকারচ্ছন্ন মধ্যযুগ বলে, সেই সময়েই প্রাচ্য তার সবচেয়ে আলোকিত সময় অতিবাহিত করছিল মুসলমানদের উত্থানে । এই সময়টায় জ্ঞান-বিজ্ঞানে মুসলমানরা অনেক এগিয়ে যায় ।

এগিয়ে যায় প্রাচ্য । আর প্রতীচ্যের কাছে এই প্রশ্নের উত্তর 'জ্ঞান' হয় রেনেসাঁর কল্যানে । ৬০ এর দশকে মার্শাল ম্যাকলুহানের 'গ্লোবাল ভিলেজ' তত্বেরও বহু আগে, প্রথম বিশ্বযুদ্ধের সময়ই, এই উত্তরটা বদলে যায় । তাহলে বলা যায় জ্ঞানের রাজত্ব ছিল হাতে গোনা দুইশ' বছরের মত ! এল নতুন যুগ । এ যুগের যুদ্ধদেবের নাম গণমাধ্যম ।

এনাকে যিনি সন্তুষ্ট করতে পারবেন তিনিই সবচেয়ে ক্ষমতাধর !বলা হয় বর্তমান বিশ্বে হাজার হাজার পারমানবিক বোমার চেয়েও শক্তিশালী অস্ত্র হল মিডিয়া । তাই বলে ভাববেন না সকল ক্ষমতা মিডিয়ার হাতে ! কারণ মিডিয়া কিন্তু সবসময়ই নিয়ন্ত্রিত !কার হাতের অদৃশ্য সুতোয় পাপেটের মত নাচছে মিডিয়া ? কে সেই অদৃশ্য ক্ষমতাধর ? আর কেউ নয়, আপনার আমার অতি পরিচিত ব্যবসায়ী মহল । অর্থাৎ টাকা ! গোটা দুনিয়ার মিডিয়াই টাকার কাছে জিম্মি । টাকার মালিকের বিরুদ্ধে যাবেনা মিডিয়া । কারণ মিডিয়ার সৃষ্টিই তো তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য ! উত্তর থেকে দক্ষিণ কিংবা পুব থেকে পশ্চিম ।

সর্বত্রই সবচেয়ে ক্ষমতাবানের নাম অর্থ । অর্থই অনর্থের মূল-এ কথার উপযোগিতা অন্তত, শত বছর আগে শেষ হয়ে গেছে । আজ অর্থহীনতাই সকল অনর্থের মূল । আমাদের দেশের ক্ষুদ্র পরিসরেই তাকান না ! দেখুন কিভাবে সকল সাংসদ ধীরে ধীরে ব্যবসায়ী হয়ে উঠছেন ! কিংবা অন্যভাবে বললে ব্যবসায়ীরা কিভাবে ধীরে ধীরে সাংসদ হয়ে উঠছেন !! আজ স্পীকার সংসদ চালাতে পারছেন না বলে উষ্মা প্রকাশ করছেন । কারণ কি ? কারণ সবাই তো ব্যবসায়ী ! তাদের কাছে তো সংসদের চেয়ে ব্যবসা বড় ! ইতিহাসের এই ক্রান্তিকালে এসে প্রশ্নটি বড় আতঙ্কিত ! কারণ তার পরবর্তি উত্তর কি আবার জোর যার মুল্লুক তার-এ ফিরে যাবে ? অর্থপিপাসু শেয়ালবণিকদের পিপাসায় জীর্ণ হয়ে একদিন হয়তো মানুষ সহ্যসীমা অতিক্রম করবে ।

হয়ে উঠবে হায়েনার চেয়েও বর্বর । আর এভাবেই হবে ইতিহাসের পুণরাবৃত্তি । মানুষ ফিরে যাবে আদিম হিংস্র অমানবিকতায় !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।