আমাদের কথা খুঁজে নিন

   

গণতন্ত্র মূলত: রাজতন্ত্রকেই বহাল রেখেছে



গণতন্ত্র বা তার ইংরেজী নাম ‘ডেমোক্রেসী’ এর অর্থ জনগণের শাসন। এ ব্যবস্থায় আমরা বলছি “গভর্নমেন্ট” এর কথা, যেখানে কিছু লোক অপরদের উপর “গভর্ণ” বা শাসন করবে। শাসন থাকলেই সেখানে শাসিত থাকবে। তাই তা মানুষে মানুষে বৈষম্য সৃষ্টি করবে। মূলত: প্রাচীন কালের রাজ রাজড়াদের শাসন ব্যবস্থা থেকে বের হয়ে আসতে পারি নি আমরা গণতন্ত্রে।

কেবল রাজার স্থানে ভোটের মাধ্যমে নির্বাচিত কিছু মানুষকে বসিয়ে দিয়েছি নতুন ব্যবস্থায়, আর সবই মূলত: একই থেকেছে। ফলে এ নির্বাচিত ব্যক্তিরা এ ব্যবস্থার চাহিদার প্রেক্ষিতেই হয়ে পড়ছেন “নব্য রাজা”। তাই প্রথমেই কি করে নব্য রাজার হাল চাল ঠিক করতে হবে তার দিকেই তাদের মনোযোগ। আর একবার এ জীবনে অভ্যস্ত হয়ে গেলে ভবিষ্যতে যদি আবার রাজা হওয়ার সুযোগ না পাওয়া যায়? তাই সারা জীবন যেন রাজার হালে চলা যায় তার জন্যও ব্যবস্থা করার এইতো সময়। বাস্তবেও আমরা তাই কি দেখছি না? আর তা দিন দিন মানুষের বৈষম্য বাড়িয়ে তুলেছে, সাধারণ জনগনের বেঁচে থাকাটা আরও কঠিন করে তুলেছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.