আমাদের কথা খুঁজে নিন

   

ব্যথার স্নিগ্ধ জলে শুদ্ধ হওয়া মৃত্যু প্রতিক্ষীত এক ক্লান্ত যুবকের কিছু আত্নকথন..

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
জীবন প্রেমের মানে তুমি স্বর্গের ফোটা ফুল, তোমায় ভালোবেসে আমি পেয়েছি সুখের কুল.. হ্যাঁ, তোমাকে ভালোবেসে, তোমার কাছে এসে আমি সত্যিই আমার সুখের কুল খুঁজে পেয়েছিলাম। তোমার মাঝেই আমি আমার স্বর্গ দেখেছিলাম। কিন্তু আমার সুখ আমার স্বর্গ, আমায় দুখের লোহিত সাগরে ফেলে কোথায় হারিয়ে গেল..? জীবনে কি এমন পাপ করেছি যে, যার শাস্তি প্রতিটা মুহূর্তে আমায় বিষিয়ে তুলছে.. বিষাক্ত অক্টোপাস আমায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে তিলতিল করে কবরের দিকে নিয়ে যাচ্ছে.. ভাবতে খুব ভাল লাগে যে আমি কবরের দিকে যাচ্ছি.. কারণ এ ব্যথিত পৃথিবীতে আর ভাল লাগেনা আমার.. আমি কবরে যেতে চাই, কবরে.. পৃথিবীতে মানুষ বাঁচে কয়দিন.. এই অল্পদিনের জীবনে তবুও কেন তাকে এত দুঃখ পেতে হবে.. কষ্ট করার জন্যেই কি মানুষের বেঁচে থাকা.. এতটুকু সুখ চাওয়ার.. এতটুকু সুখ পাওয়ার অধিকার কি নেই তার..? নাকি আমারই জন্ম দুঃখের এই পৃথিবীকে আরও দুঃখময় করে তুলতে.. ইদানিং রাতের বেলায় আমার একেবারেই ঘুম হয়না.. চোখ বন্ধ করতে না করতেই মনে হয় একটা বিশাল পাহাড় বুকের উপর আছড়ে পড়ে আমায় প্রচন্ড শক্তিতে চেপে ধরেছে.. আমায় দুমরে মুচড়ে মেরে ফেলতে চাইছে.. আমি ব্যথার যন্ত্রনায় কাতরে উঠি.. আমার ঘুম ভেঙ্গে যায়.. বিছানায় উঠে বসি.. তোমায় মনে পড়ে যায়.. আবার আমি দুখের সাগরে ডুবতে থাকি.. গাল বেয়ে দু'চোখ হতে নেমে আসে নুন মাখানো শুকনো জল.. সে জলে আমি, আমার দুঃখ সারারাত ভাসতে থাকে.. আর বেশিদিন হয়তো বাঁচবনা। আর, বাঁচার ইচ্ছেটাও আমার ফুরিয়ে এসেছে। ভিতরটাতো সেই কবেই মরে গেছে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে যাওয়া..
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।