আমাদের কথা খুঁজে নিন

   

রবীন্দ্রনাথ কেন নোবেল পুরস্কার পেলেন ? তাঁর নোবেল বক্তৃতা



আগামী কাল ঘোষিত হবে ২০০৯ সালের নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ীর নাম। সারা বিশ্বের সাহিত্যামোদী মানুষজন সেই নামটির জন্য সাগ্রহে অপেক্ষমান। নোবেল কমিটি নামটি ঘোষনার সময় জানিয়ে দেবেন কোন বই/বইসমূহের জন্য এবং সেসব রচনার কোন কোন গুনাবলীর জন্য তাঁকে এবারের পুরস্কারটি দেয়া হলো। আগামী ১০ ডিসেম্বর পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুরস্কার প্রাপককে একটি বক্তৃতা দিতে হবে। সেদিন না পারলে পরে কোন সুবিধাজনক সময়েও তিনি সে বক্তৃতাটি দিতে পারবেন।

অর্থাৎ এটি একটি বাধ্যতামূলক আনুষ্ঠানিকতা। এখন পর্যন্ত বাংলা সাহিত্যের একমাত্র নোবেল পুরস্কার জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯১৩ সালে তাঁর লেখার কোন গুনাবলীর জন্য পেয়েছিলেন এ ধরাধামের সবচেয়ে সম্মানজনক পুরস্কারটি ? এই কৌতুহল থেকে নোবেল কমিটির ওয়েব সাইটে ঢুঁ মেরে পেলোম ১৯১৩ সালের নোবেল কমিটির সাইটেশান অর্থাৎ কেন দেয়া হয়েছিলো সে পুরস্কার। সেখানে বলা হয়েছিলো- '' because of his profoundly sensitive, fresh and beautiful verse, by which, with consummate skill, he has made his poetic thought, expressed in his own English words, a part of the literature of the West '' রবীন্দ্রনাথ পুরস্কার নেবার জন্য সুইডেন যাননি। কলকাতায় নিযুক্ত সুইডিশ রাজদূত নোবেল কমিটির পক্ষ থেকে কবির হাতে পুরস্কার তুলে দেন।

ফলে পুরস্কার বিতরন অনুষ্ঠানে বাধ্যতামূলক বক্তৃতাটি তিনি নিজে দেননি। তাঁর টেলিগ্রামে পাঠানো একটি অতিসংক্ষিপ্ত বক্তৃতা ( Banquet Speech) তাঁর পক্ষ থেকে অনুষ্ঠানে পড়ে শোনান স্টকহমে নিযুক্ত তৎকালীন বৃটিশ চার্জ দ্য এফেয়ার্স মি. ক্লাইভ। টেলিগ্রাফিক বক্তৃতাটি ছিলো- I beg to convey to the Swedish Academy my grateful appreciation of the breadth of understanding which has brought the distent near, and has made a stranger a brother. নোবেল কমিটির সভাপতি একটি নাতিদীর্ঘ বক্তৃতা দিয়েছেন। সবার ধৈর্যচ্যুতি না ঘটিয়ে আগ্রহীদের জন্য লিঙ্কটি দিলাম। Click This Link



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.