আমাদের কথা খুঁজে নিন

   

বাতাস বিষয়ে ননসেন্স Poetry / রহমান হেনরী

বাঙলা কবিতা

গোলাপ থেকে জন্ম নিয়ে বাতাস উড়ছে___ দূরে ; এখন যাদের মেজাজ মোটা, পকেটটা ফুরফুরে__ তাদের কথাই ভাবি; পরীর মতো ফ্ল্যাট-বাড়ি আর বেহেস্ত-সম নারী গাড়ি এবং সে-সব কিছুর চাবি___ হারিয়ে যাবে শ্যালিকাবৎ আশ্বিনা রোদ্দুরে ! বাতাস উড়ছে___ এম্নি এম্নি, শুধু শুধু, খালি___ ভাবছি আমি : এমনতর এক হাতে হাততালি ! বাতাস বাতাস বাতাস... খালি খালি___ এইটুকু ভাবতেই, বাতাস উড়ছে___ সুগন্ধী আর সর্পিনী, হিসহিসে___ আমার কিন্তু হারিয়ে গেছে বেলা ! ঘুঘুর বাসা ? নেই; এখন আমি বাতাস ধরি কিসে ! একটা জীবন উড়িয়ে দিলাম ফুরিয়ে দিলাম ___ ধুলায় মিলেমিশে ! কও তো, এখন বাতাস ধরি কিসে !!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।