আমাদের কথা খুঁজে নিন

   

জ্বালা

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

জ্বালা আমার চোখের দৃষ্টিতে কোন তাপ ছিলনা, অথচ তুমি পুড়ে ছাই হলে সবার অজান্তে। আমার ঠোঁটে কোন অশ্লীল শব্দ উচ্চারিত হয়নি, অথচ তোমার কান গুঞ্জরিত হলো অসংখ্য বিকৃত প্রতিশব্দে। আমার উপস্থিতি তোমাকে মোটেও বিব্রত করেনি, অথচ সহসাই তুমি সরব হলে সুতীব্র চীৎকারে। আমার আন্তরিকতায় কোন ছলনা ছিলনা, অথচ তুমি অন্তরের ঘৃণা ঢেলে দিলে উজাড় করে। আমার বিশ্বস্ত হাতে কোন গোলাপ ছিলনা, অথচ হাত দুটো রক্তাক্ত হলো কাঁটার আঘাতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।