আমাদের কথা খুঁজে নিন

   

জ্বালা আরা জ্বালা

মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু

আ-রে
আ-রে
এত জ্বালা সইবে বলো কন?
জ্বালা মধ্যে বড় জ্বালা ঘুমোতে গুন-গুন ।
কাঠ পোকা যেমন তেমন মশার ভ্যান-ভ্যান-
রক্ত ছুষে আবার জানানদেয় কানে বাজাই ‘ক্যাণ ।
উলো পোকা গেল যদি, বলায় ফুঠায় জ্বর,
গায়ে আসে মরু তপ্ত ‘তাপ’, দিলে এক কামড় ।
মধু বসন্তে ফুলে, ঢলে দোলে ভ্রমর –
তার সাথে উড়ে ঘুরে কালো কালো ভোমর ।
কাল-ভোমর চুবায় যদি, ফোলে উঠে ‘গা’-
মলম-মালিশ লাগিয়ে সহজে যায় না ‘ঘা’ ।
আরো জ্বালা বিছা যদি গায়ে উঠে হেটে-
গায়ের চামড়ায় ছোট্ট ছোট্ট লোম যায় গেঁথে ।
ঘন্টা দু’এক খুজলা-খুজলি গা’য়ের বর্ণ লাল,
জ্বলে-পুড়ে কত ভাবে শরীরের ছাল ।
তেলা পোকা, মাছির, আর কথা নাই কহন
এগুলো বাসায় থাকে জ্বালায় সর্বক্ষন ।
এত জ্বালা সইবে বলো কন?
জ্বালা মধ্যে বড় জ্বালা ঘুমোতে গুন-গুন ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।