আমাদের কথা খুঁজে নিন

   

অন্তর জ্বালা'

মানুষ আসে মানুষ যায় কিন্তু সময় যায় চিরতরে

বর্তমান দিনগূলো মোটেও ভাল যাচ্ছে না,কি যেন এক অজানা হতাশা সারাক্ষন পিছু টানে! কোথাই কি যেন নেই। ভাবি এ হয়ত ক্ষনিকের ভাবাবেগ,সব ঠিক হয়ে যাবে-কিন্তু সব কিছু তেমনি থেকে যায় ঠিক আর হয়না । সময়টা বুঝি আমার বিরুদ্ধে চলে যাচ্ছে,আপন মানুষগুলো কেমন হঠাৎ করেই আস্তে আস্তে দূরে চলে যেতে শুরু করেছে, যাদেরকে ঘিরে আমার পৃথিবী,সেই চিরচেনা মুখগুলো অচেনা এখন!!একদিন ছিল, যখন আমি ছাড়া তাদের এক মুহুর্ত ও কাটত না, সেই বন্ধু সেই আমার আপনেরা আজ ও আছে শুধু নেই সেই আন্তরিকতা টূকু...।জানিনা এমন কেন হয়। শুধু জানি আমার কোন দোষ ছিল না,আমি তো তাদের জন্যই ভেবেছি সব সময়! হয়তো সেটাই আমার দোষ...। মাণূষকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে সে অপরাধ আমি করে যাব আজীবন। তারপর ও অন্তরে হাহাকার,বন্ধু বান্ধব আর স্বজন হারাবার বেদনায়।এ জ্বালা অতি যন্ত্রনাদায়ক,বিনা অপরাধে শুধু তাদেরকে ভালবাসি বলে কেন তারা এত কষ্ট আমকে দেবে?? ভালবাসার প্রতিদান কি এটাই????? void(1);

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।