আমাদের কথা খুঁজে নিন

   

অন্তর জ্বালা

স্বপ্নের হাতছানি আমাকে কাছে টানে, যদিও জানি এটা মরিচিকার মত। আমি হৃদয়ের কথা বলিতে ব্যকুল শূধাইলনা কেহ।
বিশাক্ত সাপের তীব্র বিষের জ্বালা অন্তর জ্বালার চেয়ে বিশাক্ত নয়। সাপের বিষ তোমাকে করে দেবে নিঃশেষ অন্তর জ্বালা তবু হবে না শেষ। মারবে না তোমায় কিন্তু বাঁচতেও দেবে না ফুরায়েও ফুরাবে না তার জ্বালা। এতো চিরতার তিক্ত স্বাধ নয় এ স্বাধতো জীব্নোমৃতের স্বাধ। এতো মরুর ধুসর বালিয়াড়ি তবু এতে মরুদ্যানের ঠান্ডা বাতাস হবেনা প্রবাহিত। পাবে না তুমি মিষ্টি পানির স্বাধ সেই স্বাধই পাবে, যা তুমি তৈরি করে রেখেছো। তিক্ত চিরতার চেয়ে যা তিক্ত সাপের বিষের চেয়েও যা বিশাক্ত পরামানু বোমার চেয়েও যা ধ্বংসাত্বক যা তোমার অন্তর জ্বালা সে জ্বালা হয়তে দুঃখের অথবা আনন্দের।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।