আমাদের কথা খুঁজে নিন

   

শুধুই কি স্বপ্ন নাকি আগামীর জন্য প্রার্থনা?



ক্ষয়ে যাওয়া অতীতকে পিছে ফেলে সুদূর আগামীর দিকে তাকিয়ে রয়েছি। ভুলে ভরা সব জীর্ণতাকে দু'হাতে সরিয়ে আজ অপেক্ষায় রয়েছি সে'দিনের জন্য যে দিন__________________ একটি মানুষ ও অভূক্ত থাকবেনা; শিশুটি না খেতে পেয়ে কাঁদতে কাঁদতে ফুটপাতে ঘুমিয়ে পড়বেনা; সংসারের ঘানি টানতে টানতে আজ যে বৃদ্ধ তাকে সন্তানের মুখের পানে চেয়ে থাকতে হবেনা___________ পেটকে শান্ত করার জন্য। সোনালী অতীতকে মনে রেখে ভুলে যেতে চাই অন্ধকারময় বর্তমানকে; অতীতের যে ছাত্রসমাজ স্বৈরাচার পতনের কারন ছিল আজ সেই ছাত্রদের হীন মানসিকতা লজ্জিত করে জাতিকে। কিন্তু আমি তাকিয়ে রয়েছি সেই ছাত্রদের পানে যারা তৈরি করবে একটি কর্মঠ জাতি কোলে তুলে নিবে ফুটপাতে মৃতপ্রায় শিশুটিকে মুছিয়ে দেবে বৃদ্ধের চোখের জল; আর গাইবে? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি__________

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।