আমাদের কথা খুঁজে নিন

   

পুরুষকে শুনি না কেন ফ্যানে ঝুলে আত্মহত্যা করতে?

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

মেয়েরা কি এত গর্ধভ যে আত্মহত্যা করার জন্য ফ্যানে ওড়না বেঁধে ঝুলে পড়বে? যারা আত্মহত্যা করে তাদের দেখি সবই একই কেস। সাম্প্রতিককালে তামান্না, সুতপা এভাবেই আত্মহত্যা করেছে বলে শশুরবাড়ীর লোকজন বলেছে। আচ্ছা ভাবুনতো আপনি আত্মহত্যা করবেন। কখনই কি এমন দুরূহ একটা পদ্ধতি বেছে নেবেন? খাটের উপরে চেয়ার টেনে - তারউপরে দাড়িয়ে ফ্যানের সাথে ওড়না বেধে ঝুলে পড়া! কেউ যদি আত্মহত্যা করতে চায় তার কি এই জটিল পদ্ধতির কথাটা মনে পড়বে! আমার মনে হয় না, এত জটিল পদ্ধতিতে কেউ আত্মহত্যার কথা চিন্তা করতে পারবে, বিশেষত সেই সময়ে যখন সে আত্মহত্যার মত সেন্সলেস একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। ফ্যানে ঝুলে আত্মহত্যার পরিকল্পনায় যতটুকু ঠান্ডা মস্তিষ্ক দরকার তখন তার থাকার কথা নয়।

কিন্তু হোমিসাইড সব আত্মহত্যায় এই প্রচলিত পদ্ধতি অনুসরণের কথা শুনি সর্বদা। যা অবিশ্বাস্য ও অসম্ভব। এজন্য যখনই এমন আত্মহত্যার কথা শুনি, আমি নিশ্চিত হয়ে যাই এটা কোন নারীর আরোপিত বুদ্ধি নয়, এই মাথামোটা পরিকল্পনা কোন পুরুষের রচিত। যে পুরুষটি ঐ নারীকে হত্যার পরে ধামাচাপা দেবার জন্য সবচেয়ে সহজ উপায় হিসাবে এই জটিল পদ্ধতিটাই আগে বেছে নিয়েছে। কিন্তু তাই বলে নারী কি আত্মহত্যা করে না? যে পরিবারে তার শেষ পরিনতি ঐ ফ্যানে ঝোলা সেখানে তো আসলে সে প্রথম থেকেই হত্যা হয়ে বসে আছে।

কোন পুরুষকে শুনি না কেন ফ্যানে ঝুলে আত্মহত্যা করতে? পুরুষ ওড়না পড়ে না বলে নাকি ফ্যান ছিড়ে পড়ার ভয়ে! হে পুরুষ শকুন, এখন থেকে ওড়না পরিধান করুন। ফ্যানগুলো শক্ত করেই বাধা থাকে। ঝুলে পড়ুন, ঘরের মধ্যে মর্দাঙ্গী দেখিয়ে নারীটিকে হত্যা না করে নিজেই ঝুলে পড়ুন। দেখি কিভাবে একটা পুরুষ আত্মহত্যা করে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.