আমাদের কথা খুঁজে নিন

   

বাসে একদিন ........... (কিঞ্চিত বেয়াদব পুস্ট)

আমি রাজাকারদের ঘৃণা করি,ইতিহাস বিকৃ্তকারিদের আরো বেশী ঘৃণা করি,স্বৈরাচারতন্ত্র মানি না,তারচেয়ে বেশী ঘৃণা করি যারা ক্ষমতার লোভে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে অন্যের দালালি করে...... তবুও স্বপ্ন দেখি,আশা করি আমার বাংলাদেশ সত্যি সোনার বাংলা হয়ে উঠবে। তবে দিন
ক্লাশ করে ফার্মগেট এ চান্দি ফাটা রোদের মধ্যে(দুপুর ২টা) বাসের আশায় দুই দোস্ত দাঁড়ায় আছি। রোদের মধ্যে কতক্ষণ আর লুলামি করা যায়!!!পরিস্থিতির স্বীকার। কি আর করা। তো আধা ঘন্টা পর বাস একটা এলো বটে কিন্তু ...... মাশাআল্লাহ জনসংখ্যা বেশ।

তবু ঠেলেঠুলে উঠলাম দুই জন। বাসের ভিতর একদিকে প্রচন্ড গরম বাড়তি বোনাস ভিড়। আমার দোস্ত যেখানে দাড়াইছে তার পাশের সিটে এক আঙ্কেল বসছে..... বয়স আনুমানিক ৪০। ভীড়ের চাপাচাপি অবস্থায় আঙ্কেলের গায়ের সাথে ওর ব্যাগ লাগছে। দোস্ত আমার কস্টে শিস্টে ব্যাগটা সরাইলো যেনো আঙ্কেলের সমস্যা না হয়।

কতক্ষন পর আঙ্কেলের অভিযোগ আমার দোস্ত নাকি তার গায়ের উপরে পড়ছে। তো দোস্ত গজরাইতে গজরাইতে একটু ফাক হয়ে দাড়ালো। ১০ মিনিটও হয় নাই........... হালার আঙ্কেল এইবার কয় এই বেয়াদব ছেলে তুমি ইচ্ছা করে বারবার আমার গায়ের উপর পড়তেছো কেন???? মেজাজ তো গরমই ছিল..... বেটায় আরো বাতাস দিলো.... আমার দোস্ত কয় ....... জি আমি বেয়াদব ইচ্ছা কইরাই এরুম করতেছি..... আপনিতো মাইয়া মানুস তাই খুব মজা লাগতেছে....... আঙ্কল কয়...... বেয়াদব কিভাবে কথা বলতে হয় শেখো নাই..... এইবার আমি কই(মাস্তান স্টাইল),পেচাল কম নাইলে জানালা দিয়া ফালায়া দিমু...... হঠাত দেখি আঙ্কেলের পাশের যাত্রী(বয়স আমাদের মতই) কইতেছে ভাই ধরেন একসাথে ফালাই। মতিঝিল থেকে হালায় মতিঝিল থেকে ফাজলামি শুরু করছে। মনে হয় ওনার নিজের বাস।

এরপর আরো কিছু আজাইরা হাওকাও......... এক মুরুব্বির হস্তক্ষেপে ঠান্ডা হইলাম....... বেয়াদবি(তখম মনে করি নাই) হইলেও মজা পাইছি।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।