আমাদের কথা খুঁজে নিন

   

বেকার জীবন

দুনিয়া টা দেখেও যারা আল্লাহ কে অবিশ্বাস করে...তাদের জন্য আফসোস হয়।

জনাব, বিনীত নিবেদন এই যে,আমি এই ব্লগে একজন নয়া সদইস্য।গেছে মাসে আমি বেকারত্ব নিয়া একখানা ব্লগ পোষ্ট করছিলাম।ঐ সময়ে লেখাজোকা শামীম ভাই ও লুথা`র মন্তব্য খুব ভালো লাগছিলো। আমি সবিনয়ে জানাইতে চাই যে,আমি এহন পর্যন্ত বেকার(বাদাইমা) আছি।লোকজন বলে আমি নাকি শিক্ষিত বেকার।যাই হোক,বসে বসে ব্লগ লেখলে তো আর প্যাট চলে না। অতএব,ব্লগার ভাই ও বোনেদের(খালাতো,মামাতো,ফুফাতো) প্রতি আমার আবেদন এই যে, আমি কেমনে ঘরে বসে অনলাইনে উপার্জন(ধান্দা) করতে পারি?একটু সাজেশন দিলে উপকার হ্য়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।