আমাদের কথা খুঁজে নিন

   

আমরা বেকার

জীবন নদীর জোয়ারে আজিকে নীল স্বপনের ঢেউ; নক্ষএের রাতের মতন চেয়ে থাকে কেউ কেউ। তারই সিঁড়ি বেয়ে উঠে এসে আজ দেখেছি ধূসর দ্বীপ; সম্ভাবনার সকল সাধেই বেঁচে থাকা প্রতিদিন। বিমূর্ত সেই সমাজের পথে ইতিহাস আজকের -- আলোড়ন তলে কিছু সনাতন চেতনার। আমাদের আজ বেঁচে থাকা অনুভবে; পৃথিবীর বুকে ঘুরি শুধু আজ হেঁটে হেঁটে, দেশে দেশে । তবুও আমরা -- সকলের কাছে উৎকন্ঠাহীন; উদভ্রান্তের স্রোতে ভেসে ভেসে কেটে যায় প্রতিদিন । পৃথিবীর বুকে আজ যত সব দীপ্ত সূর্য জয় ; তারই ফাঁকে এসে উকি দিয়ে বলি মোরা ভয়,মোরা ক্ষয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।