আমাদের কথা খুঁজে নিন

   

বিকাল সাড়ে তিনটায় টিএসসিতে আনু মুহাম্মদসহ খনিজ রক্ষা আন্দোলনে হামলার প্রতিবাদে সভা

হাঁটা পথে আমরা এসেছি তোমার কিনারে হে সভ্যতা। আমরা সাত ভাই চম্পা মাতৃকাচিহ্ন কপালে দঁড়িয়েছি এসে _এই বিপাকে, পরিণামে। আমরা কথা বলি আর আমাদের মা আজো লতাপাতা খায়।

পরশু অনেক রাতে ফুলবাড়ীর প্রত্যন্ত গ্রাম চক শাহবাজপুর থেকে ফোন আসে ফুলবাড়ীর সাতদিন ছবির অন্যতম পরিচালক জাঈদ আজিজের কাছে। ঐ গ্রামের শখানেক লোক জড়ো হয়েছে একটি মোবাইলের কাছে।

তারা আনু মুহাম্মদের খবর জানতে চায়। একটু আগেই গ্রামের দোকানের টেলিভিশনে আনু মুহাম্মদের ওপর পুলিশের লাঠি-বাঁশ-বাঁটের হামলা তারা দেখেছে। জাঈদ আজিজকে একে একে তাদের অনেকের সঙ্গেই কথা বলে আশ্বস্ত করতে হয়, শান্ত করতে হয়। আনু ভাই আছেন, ভাল আছেন। তারা বলে, দরকার হলে জীবন দেব, আনু ভাইয়ের জন্য।

কুড়িগ্রাম থেকে প্রতিবাদ সমাবেশ ও মিছিলের খবর আসে। জাহাঙ্গীরনগরে দিনে দুটি করে মিছিল হওয়ার খবর পাই। শনিবার আবার তারা নামবে, গ্যাস-কয়লা আর তাদের শিক্ষক আনু মুহাম্মদের জন্য। দুটোকেই বাঁচাতে হবে। আনু ভাইয়ের ওপর এর আগেও হামলা হয়েছে, গাড়ি চাপা দেওয়ার চেষ্টা হয়েছে।

টাটা-শেভ্রনের দালালরা হুমকি দিয়েছে। কোটি কোটি টাকা খরচ করে বিদেশ থেকে বিশেষজ্ঞ ভাড়া করে যমুনা রিসোর্টে তিন দিন ধরে সেমিনার করে কয়লাখনির জন্য, শতশত কোটি টাকা ঘুষ-বিজ্ঞাপন আর আইনুন নিশাতদের , ড. কামালদের কিনতে ব্যয় করে, তারা আনু মুহাম্মদদের শায়েস্তা করার তাকদ রাখে। নাইজেরিয়ায় শেল কোম্পানি কেন জারো ওইয়া নামের সেখানকার এক লেখককে ফাঁসিতে ঝুলিয়েছে। তারা অমিত ক্ষমতাধর। আজও দেশের অনেক জায়গায় প্রতিবাদ হয়েছে।

আজ আমরা জনসংস্কৃতি মঞ্চ থেকে সভা করছি টিএসসি স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে। বিকাল সাড়ে তিনটায়। সিরাজুল ইসলাম চৌধুরী, বিচারপতি গোলাম রাব্বানী, সৈয়দ আবুল মকসুদ, পিয়াস করিম প্রমুখ সহ অনেকে যোগ দেবেন। আপনিও চলে আসুন। ওই বুট ওই লাথি, ওই আমাদের শিক্ষক, ওই পড়ে মার খায় জনতার লোক


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।