আমাদের কথা খুঁজে নিন

   

বুর্জোয়া ম্যাজিক......শুচি সৈয়দ

শুচি সৈয়দ

বুর্জোয়া ম্যাজিক শুচি সৈয়দ স্বরাজ প্রকাশনী এদেশে আমরা সবাই ভোট দেই, আমাদের পেটে ভাত নেই। ভোটের লড়াই, ভাতের লড়াই হয়ে ওঠে না এই দেশে। ুধার্ত ভোটারের কাছে তাই ভোট শেষ পর্যন্ত একটা হ্যালুসিনিয়েশন- একটা বড়লোকী প্রতারণা আর প্রহসনেরই নামান্তর। সেই প্রহসনের আয়োজন ও অনুষ্ঠানেও ন্যূনতম যোগতা প্রমাণে অপারগ তারা। পরস্পরের ওপর যাদের আস্থা নেই তারা নানা সময়ে, নানা মাত্রায়, নানা আশ্রয় খুঁজে বিপন্ন হয়েছে নিজেরা এবং একইসঙ্গে বিপন্ন করে তুলেছেন রক্তমূল্যে অর্জিত এই দেশকে, দেশের মানুষকে।

পারস্পারিক হানাহানির মীমাংসায় তারা চরমপন্থী-জঙ্গীদের হাতে পৌঁছে দিয়েছে বোমা-অস্ত্র। সেই বোমা-অস্ত্রেরও অসহায় শিকার হচ্ছে সাধারণ মানুষ। তারা উত্তরপাড়া-দক্ষিণপাড়া, পূর্বমুখী-পশ্চিমমুখী, সুশীল সমাজ-দূত সমাজমুখী কিন্তু জনগণমুখী নন। জনগণকে তারা শাঁখের করাতের মত কাটছে অবিরাম। তাদের সেই প্রহসনের প্রতি ধিক্কার জানাতেই এই পঙ্ক্তিমালা।

এই শব্দাবলীতে পাঠক তার নিজের কণ্ঠস্বর খুঁজে পেলেই এ প্রয়াসের সার্থকতা দাবি করা যাবে। শুচি সৈয়দ প্রকাশক : রবিউল হোসেন কচি যোগাযোগ : স্বরাজ প্রকাশনী ৯৮, বেজমেন্ট, আজিজ সুপার মার্কেট শাহবাগ, ঢাকা ফোন : ০১৫৫২৩০১৭৯২ প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০০৮ স্বত্ব : সাইফ শাহজাহান অর্ক শামীমা রওশন সামান্থা প্রচ্ছদ ও অলংকরন : মোমিনউদ্দীন খালেদ অরবিন্যাস : কালজয়ী কম্পিউটার্স ৫ আজিজ সুপার মার্কেট (২য় তল) শাহবাগ, ঢাকা-১০০০ মুদ্রণ : ক্রিয়েটিভ কমিউনিকেশনস ১০৪৬ শ্যাওড়াপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬ ফোন : ০১৭১৩১৪৫৫৮৯ দাম : ৪০ টাকা উৎসর্গ প্রয়াত কমরেড অমল সৈন এবং হায়দার আকবর খান রণো উড়ছে ভোটের খৈ হৈ হৈ রৈ রৈ উড়ছে ভোটের খৈ ভোট আসে ভোট যায় আসে গণতন্ত্র গুলি বোমা সন্ত্রাসে হরতালে আর লাশে ভোটারেরা ভয়ে ত্রাসে ণে ণে চমকায় জপে দোয়া-মন্ত্র জুলাইয়ে কি মার্চে কে কাকে যে ছাড়ছে বিষয়টা বোঝা দায় ভোটারেরা তার চে’ যে-যেদিকে পারছে পালিয়ে বাঁচতে চায় হায় গণতন্ত্র!! হাত পেতে চাওয়া আর ফাঁদ পেতে হাওয়া শিশু গণতন্ত্রের ধাওয়া পাল্টাধাওয়া বাঘে ছুঁলে আঠারো ঘা পুলিশে ছুঁলে দ্বিগুণ গণতন্ত্রমানুষ ছুঁলে সর্ব অঙ্গে আগুন! খবর : নির্বাচন সমাগত ২২ মার্চ, ২০০১ ডামি তুমিও ডামি আমিও ডামি কাকতাড়ূয়া, কাকও ডামি সেলামী নিই দিই প্রণামী! ভোটও ডামি ভোটারও ডামি ব্যালটও ডামি বুলেটও ডামি জানেন সব-ই অন্তর্যামী! খবর : ‘চট্টগ্রামের রাউজান আসনটি আওয়ামী লীগ আগেই সা.কা. চৌধুরীর কাছে বিক্রি করে দিয়েছে, তাই আমি ডামি ক্যান্ডিডেট হতে রাজি হইনি’...! সাবেক ছাত্রলীগ নেতা ২৩ আগস্ট, ২০০১ বিবর্তন তত্ত্ব শূয়োরের খোঁয়াড় থেকে- বলদের খামার, বলুন এ বিবর্তনে কী ভূমিকা আমার...? আমি তো ছিলাম যাহা এখনও তা আছি লেনিন আর ডারউইনে খেলে কানামাছি- লাল বিপ্লব আর লালবাতি জ্বেলে মাগুর মৎস্য ভাজি মাগুরের তেলে! খবর : ‘দেশে একটি বলদের পার্লামেন্ট গড়ার অসুস্থ প্রতিযোগিতা চলছে!’ -অ স ম রব, জাসদ নেতা ২৭ আগস্ট, ২০০১ ঘোড়ার ডিমে তা ভাবী’র সকাশে কেউ কেউ বা আপা’র কাছে একূল ভেঙে ওকূল গড়ে নির্বাচনী সার্কাসে! সকালবেলার ফকির হচ্ছে সন্ধ্যাবেলার আমীর আসন খুঁজে ভাষণ দিচ্ছে নিষ্ঠুর চামচামির! রাজনীতির ঘোড়ার ডিমে তা দিচ্ছে গাধা ভোটের গানে প্রার্থী ব্যাকুল সা রে গা মা পা ধা! খবর : নির্বাচনে মনোনয়ন না-পেয়ে বিভিন্ন প্রার্থীর দল বদল করে মনোনয়ন লাভের চেষ্টা। ১৭ সেপ্টেম্বর, ২০০১ নীতিহীন মানুষ ধরার কল! চোখের পলক না পড়তেই বদলে যাচ্ছে দল ‘রাজনীতি’ আজ নীতিহীন মানুষ ধরার কল! এ-দল ও-দল সে-দল মিলে মন্দ-মহামন্দ মিলে ভ’রে উর্ধ্ব-অধঃতল!! খবর : আ.লীগ, বিএনপি ও জাপা প্রার্থীরা নমিনেশনের আশায় এ-দলে ও-দলে সে-দলে; এ-বেলা ও-বেলা হিজরত করছে! ১২ সেপ্টেম্বর, ২০০১ বিপ্লব পলাতক ওষুধ বটে ধন্বন্তবী ভোটের মন্ত্রে ফুঁ বিপ্লব পলাতক রাজনীতি কীব ; কমরেড ইনু? খবর : ‘আইন দিয়ে যাদের দমন করা যায়নি, ভোট দিয়ে তাদের বর্জন করুন’ -- জাসদ নেতা হাসানুল হক ইনু, ১৩ সেপ্টেম্বর, ২০০১ নোটের ধর্ম ‘টাকা নেবেন, ভোট দেবেন না, এই টাকা তো আপনাদেরই’— -আমরা কেবল বহন করি; ভোট কিনতে টাকার ফেরি ভোট দেবেন, নেবেন নোট ভোটের মর্ম- এ-ই উপরে যে-বিরোধ সবটাই মেকি এ-দলে ও-দলে আমরা তো এক-ই -নোটের ধর্ম নেই! খবর : ‘আ.লীগের প্রার্থীরা টাকা দিলে টাকা নেবেন। ভোট দেবেন না। এই টাকা আপনাদের।

’ - খালেদা জিয়া ৯ সেপ্টেম্বর, ২০০১ জনতা তুচ্ছ ভোট গোনে কেউ নোট গোনে কেউ কেউবা গোনে আসন! জনতা তুচ্ছ মতা উচ্চ চাই শুধু নির্বাচন! সেটাও সূক্ষ্ম কারচুপি ঘেরা কিংবা মিডিয়া ক্যু-এর সংশয়াকুল রাজনীতিকেরা আম-জনতার ত্রাস হন! খবর : ‘নেতারা ব্রীফকেসের কাছে বিক্রি হয়ে গেছেন’-- নমিনেশন না পাওয়া আ.লীগ নেতা । ‘তিনি টাকার কাছে বিক্রি হয়ে গেছেন’--নমিনেশন না পাওয়া বিএনপি নেতা ১৬ সেপ্টেম্বর, ২০০১ সত্য কথা বটে! সত্য কথা বটে! লুটপাট সংকটে মাচার তলে লুকিয়ে মধু গুড় খায়নি মোটে! খবর : ‘এটা স্পষ্ট যে, অতীতের সরকারগুলো লুটপাটে লিপ্ত ছিল’ - আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টির মহাসচিব ২৩ সেপ্টেম্বর, ২০০১ প্রত্যাবর্তন ঘরের ছেলে ঘরে ফেরে ভেঙে আরেক ঘর, কী ঘর বানাইলা হাছন শূন্যের মাঝার? খবর : ‘আপন ঘর’ আ. লী ফিরলেন জাতীয় পার্টির মিজান চৌধুরী! ‘ঘরের ছেলে ঘরে ফিরেছেন। ’ -- শেখ হাসিনা ৯ সেপ্টেম্বর, ২০০১ জনগণে মরে বাঁচুক দেশের চেয়ে নিজে বড় নিজের চেয়ে টাকা, উন্নয়নের বোঝেন কিছু? চিল্লান খামোখা! জনগণে মরে বাঁচুক ভোটের হাওয়ায় নাচে নাচুক- টাকা-পয়সায় সমস্ত সুখ আখের গোছান কাকা! খবর : ‘রাজনীতিবিদরাই দেশের উন্নয়নের অন্তরায়’ —সাইফুর রহমান ২৮ সেপ্টেম্বর, ২০০১ ধুত্তুরি! সূক্ষ্ম সবই সূক্ষ্ম ভোটের হিসাব, জোটের হিসাব কড়কড়ে সব নোটের হিসাব দলের হিসাব, বলের হিসাব সবল ও দুর্বলের হিসাব মেলে না, তাই দুঃখ! খবর : ‘আওয়ামী লীগকে নির্বাচনে হারানোর অতিসূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। ’ শেখ হাসিনা ‘আমরা নই, আওয়ামী লীগই সূক্ষ্ম কারচুপি করতে চায়। ’ খালেদা জিয়া ৯ সেপ্টেম্বর, ২০০১ ধুত্তুরি! যার নাম চাল ভাজা সেই-ই নাকি মুড়ি, হাফ হাতা, ফুল হাতা কালো কোট, থুড়ি আছে পার্থক্য কম বটে সখ্য জনগণ বোঝে কম, -ভাবে ধুত্তুরি! খবর : ‘আওয়ামী লীগ বিএনপিকে অনুকরণের ব্যর্থ চেষ্টা করছে’ --আবদুল মান্নান ভূঁইয়া, বিএনপি নেতা ২৯ সেপ্টেম্বর, ২০০১ দুঃসহ ভোটের কাল ভোটের ডরে ভোটের ভরে পরিস্থিতি টালমাটাল! ভোটের জ্বরে ভোটার মরে দুঃসহ এই ভোটের কাল! খবর : দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন দলের নমিনেশন বঞ্চিতরা ইচ্ছা-খুশির হরতালে উন্মত্ত! ১৪ সেপ্টেম্বর, ২০০১ ভোটের ভয়ে তটস্থ রোগের নাম নির্বাচন প্রার্থী ভাজে কথার খৈ, ভোট না হতে জয়ী তারা হয়েই আছে অবশ্যই এমন ধারায় বাস্তবে বাঘের খাদ্য ঘাস তবে ভোটদাতা আর ভোটগ্রহীতা ভোটের ভয়ে তটস্থই! খবর : ‘আমি অসুস্থ, হার্টের রোগী’--আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্তরা দায়িত্ব থেকে অব্যাহতি পাবার জন্য উপরোক্ত অজুহাত প্রদান করেছেন! ২৭ আগস্ট, ২০০১ আলীবাবা মারহাবা! মারহাবা!! আলীবাবা, আলীবাবা।

আঙুরের স্বাদ টক তবুও খাবার শখ!! খবর : ‘দুই নেত্রী তাকিয়ে আছে আমার দিকে, আমি তাকিয়ে আছি আল্লাহর দিকে’ --এরশাদ ২৪ সেপ্টেম্বর, ২০০১ আবদার জমিজমা টাকাকড়ি কিছুই চাই না তার, শুধু একখান ভোট! জামাইয়ের আবদার!! খবর : ‘৬টি আসন দিলে আপনাদের জামাই প্রধানমন্ত্রী হইবে। ’ ময়মনসিংহে এরশাদ ৩০ আগস্ট, ২০০১ তাহারা একই মুদ্রার এপিঠ-ওপিঠ তারা তাদের ঐক্য আছে ল্েয কেবল ভাগাভাগির দ্বন্দ্বে দিশেহারা— তারা বাক্যে লাগামছাড়া! খবর : ‘শেখ হাসিনা সন্ত্রাসীদের লালন করছেন’ : খালেদা জিয়া ‘খালেদা জিয়া সন্ত্রাসীদের পালন করছেন : শেখ হাসিনা ২৯ আগস্ট, ২০০১ একুশ শতকের প্রশ্ন ডিম আগে না মুরগি আগে জবাব কি এর আছে? বাংলাদেশে ভোটের ঝড়ে পীর-পেয়াদাও নাচে! খবর : ‘চর মোনাইর পীর সৈয়দ ফজলুল করীম মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছেন না বাপের পেট থেকে?’ - বেগম রওশন এরশাদের প্রশ্ন। ৯ সেপ্টেম্বর, ২০০১ গণতন্ত্র অসহায় ‘ষড়যন্ত্র’ ‘চক্রান্ত্র’ আক্রান্ত বাংলাদেশ নির্বিাচনে বিভ্রান্ত্র গণতন্ত্রের মুর্দাবেশ! গণতন্ত্র শিশুতন্ত্র এতিম এবং অসহায় নানা মšে নানা যšে স্পিষ্ট হয়ে মূর্র্চ্ছা যায়!! খবর : ‘বিএনপি জামায়াত চক্র নির্বাচন বানচালের চক্রান্ত্র করছে’ কাজিপুরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম ‘আওয়ামী লীগ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে’ কোম্পানিগঞ্জে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান ২৩ আগস্ট, ২০০১ নীতিটাকে বেচে বাঁচাই প্রথম বাংলা, নতুন বাংলা সোনার বাংলা গড়বো, অস্ত্র এবং গুলি-বোমায় শ্মশান বাংলা ভরবো। ত্যাগের নামই রাজনীতি সবচেয়ে আগে ত্যাগি তাই, নীতিটাকে বেচে বাঁচাই কে বলেছে নীতি নাই! দান এনে ঋণ দিই ঋণে কিনো - মোবাইল, ইনকামিং আউটগোয়িং দুটোতেই হাঁকাই বিল ন্যায় আর নীতি নিয়ে চারিদিকে ধাঁধা প্রতারিত দেশবাসী মোবাইলে বাঁধা!! খবর : ‘যে রাজনীতি ন্যায়নীতি বিসর্জন দেয় সে রাজনীতি দিয়ে আমরা কী করবো?’ ড. ইউনূস ২৩ আগস্ট, ২০০১ বোমাকাল বোমা কাল বোমাবিষ্টি, বোমাবন্যা বোমাঝড়, বোমার সিংহাসনে বসবেন ঈশ্বর। বোমাকান্না, বোমাহাস্য বোমারাগ, বোমাই মতা, মানবে না তা? বোমা দাগ।

৭ সেপ্টেম্বর, ২০০৫ ভূতের রাজ্যে ফুটছে বোমা ছুঁড়ছে গ্রেনেড ভূতরা, আজব দেশে বাস করে কিম্ভূতরা ভূতের রাজ্যে সব কিছু অদ্ভুত রে! মরছে মানুষ হাসছে বেজায় যমরা হরতালে সুখ পাচ্ছে আমীর-ওমরাহ্ ভাসছে গরিব রক্তে ঘামে কান্না রক্তে কেনা স্বাধীন দেশটা তার না। ৮ ফেব্রুয়ারি, ২০০৫ বোমারা হানছে ভাই শুধু দুর্বলকে! বোমা ফাটে পল্টনে বোমা ফাটে রমনায় ‘ছেলের হাতের মোয়া’ বোমা এই জমানায়! মতা অমতা বোমা নিয়ে ঘুরছে বোমার আগুনে জনসাধারণ পুড়ছে! বোমাকে খেলনা ভেবে মরে শিশু পলকে বোমারা হানছে ভাই শুধু দুর্বলকে! নিরীহ মানুষ বোমামতার জ্বালানি হয়ে রোজ ছাই হয় মতার দালান-ই লোহার বাসর রচে’ আধুনিক বেহুলার মতার সাপে কাটা মানুষ লখিন্দর। খবর : সিপিবি’র জনসভা ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানসহ দেশের বিভিন্ন স্থানে পেতে রাখা শক্তিশালী বোমা বিস্ফোরণ ১৬ এপ্রিল, ২০০১ অংক এবং টাকায় টাকায় মেলে বাঘের চু মিলবে না তার ‘বিচার’ (!) টেলিফোনে কিনতে গিয়ে পত্রিকাতে ফিচার! নয় বছরে নয় শ’ ধাঁচে ‘গণতন্ত্রে’র পুতুল নাচে নাচিয়েছে যে রাজনীতিকে তার ইতিহাস হচ্ছে ফিকে! অংক এবং টাকায় মিলছে না আর তার ইতিহাস লেখায় কিংবা আঁকায়! কার নাটকে কে যে আটক কয়েদ সেজে হুকুম নড়ে হাকিম নড়ে তার চে’ বেশি সে যে নড়ে-চড়ে-গড়ায় কাউকে তাড়ায়, সরায় কাউকে আবার জড়ায় কাউকে ঘষে-মেজে ‘এজেন্ট’ সাজায় ক্রিজে আড়াল তাকে নিজে! খবর : বিচারপতিকে টেলিফোনে এরশাদের ঘুষের প্রস্তাব। ২৭ মার্চ, ২০০১ ভূত এখন বাইরে ভূত ছিল কারাগারে ভূত এখন বাইরে, এর চেয়ে অদ্ভুত আর কিছু নাই রে! ভূত পোষা রাজীতি ভুলে তাকে নব্বই, ফিরে চায় মসনদ ভূত সে অসভ্যই— নষ্ট সে রয়ে গেছে রয়ে গেছে বান্দর যদিও নেইকো তার তিল পরিমাণ দর! তবুও ‘ভূতের বোন’ তাকে দেয় মণ দর, ভূত চায় রাজনীতি চায় বটে মন্দ-র থাকুক সমর্থন না থাকুক পাবলিক যেনতেন প্রকারেন থাকুক রিপাবলিক! মতার অন্ধ’র হিসাব-কিতাব এই শর্টকাট সড়কে ভূত আছে, ভূত থাকে ভূত আরও মিলবেই জনতা জমাক পাড়ি রৌরব নরকে! খবর : ‘মনে করুন তার জরিমানার টাকা বোন দিয়েছে। ’ এরশাদের জামিন প্রসঙ্গে নাজিউর রহমান মঞ্জুর ২২ এপ্রিল, ২০০১ু


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.