আমাদের কথা খুঁজে নিন

   

অভিজ্ঞতা টা যখন রিকশায়!!!!!!

পরিবর্তনে বিশ্বাসী

হাঁটেতে ছিলাম। ঠিক পল্টন থানার সামনে এক ভদ্র লোক রিকশায় বসা, রিকশা ওয়ালার সাথে তুমুল ঝগড়া করছে। আমার কাছে একটু ব্যতিক্রম মনে হলো তাই পাশে দাড়িয়ে দেখছিলাম কি হচ্ছে। ভদ্র লোক বলছেন, তুমি থানার সামনে আইসা পাল পারতেছো না? রিকশা ওয়ালা বলে আপনিইতো বললেন ঝোনাকি সিনেমা হল আবার আপনি গরম কথা কন। কিছুক্ষন তাদের কথা শুনে আমি ঘটনাটা বুঝে ফেললাম।

ভদ্র লোকটা ঢাকায় নতুন। তার বন্ধু তাকে আসতে বলে ফকিরাপুল মোড়ে আবার বলে দেয় রিকশা ওয়ালাকে বললেই হবে ঝোনাকি সিনেমা হল। লোকটা রীতিমত রিকশায় আসলো। কিন্তু সমস্যা হল যখন তার বন্ধু ফোন দিল তুই কোথায় তখন সে বলল আমি ঝোনাকির সামনে। ঠিক আছে আর একটু সামনে আয়।

রিকশার ভাড়া কত? ১৫ টাকা কি কস? কাকরাইল থেকে রিকশার ভাড়া ১৫ টাকা? তুই রিকশাটা নিয়ে ফকিরাপুল মোড়ে আয়। রিকশা ওয়ালাও তার মোবাইলের কথা শুনে ফেলে সে জন্য সে আর সামনে যাবেনা। ঝগড়া চলছে আমি চলে এলাম। ভাই এর কিছুদিন পর আমি পরেছি এমন জামেলায়। অফিস পোঁছতে হয় ঠিক ৯.০০টায় ওই দিন আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়।

কি করি তাড়াতাড়ি করে বাস পথটা ফের হলাম। কিন্তু প্রতিদিন যে জায়গাটা হেঁটে যাই আজ বাধ্য হয়ে রিকশায় যেতে হবে। আর কি কোন কথা না বলে বললাম চলো সি ব্লক এ। যখন রিকশা থেকে নেমে ভাড়া দিলাম সে নেবে না। ভাই যানেন আমার মন মেজাজ খুব খারাপ হয়ে গেলো।

একতো সময় নাই দিতীয়ত ভাড়া নাকি ২০ টাকা। আমি প্রায়ই ১০টাকা দিয়ে যাই। ধানমন্ডি ২৭ থেকে লালমাটিয়া সি ব্লকে। হেঁটে গেলে ৬-৮ মিনিট সময় লাগে। ভাই তখন কি করা উচিত? আমি তাকে ১৫ টাকা দিয়ে তাড়াতাড়ি স্থান ত্যাগ করার চেষ্টা করলাম।

রিকশা ওয়ালা যা ইচ্ছা তা বলা শুরু করলো। এই হলো বর্তমান রিকশা ওয়ালাদের ব্যবহার। আমি জিনিসগুলো হজম করে পেছনে ফিরে না তাকিয়ে চলে গেলাম। কিন্তু প্রায় ২ দিন তার কথা গুলো আমাকে জালা দিয়েছে। শালার রিকশা ওয়ালা।

যখন খুব প্রয়োজন মর্হুত তখন এক প্রকার ডাকাত হয়ে যায় তাড়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.